এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাংলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় BJP’র পতাকা লাগানোরও কেউ নেই

নিজস্ব প্রতিনিধি: এ কি দুর্দশা বঙ্গ বিজেপি(Bengal BJP)! বাংলার সংখ্যালঘু(Minority Area) এলাকায় দলের পতাকা লাগাবার লোকটুকুও নেই। অথচ তাঁদেরকেই কিনা ‘২৪-এ ২৪’ লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ও দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা(J P Nadda)। এই সত্য কেউ মুখে স্বীকার করেননি। কিন্তু বঙ্গ বিজেপি সংগঠনের হাল হাকিকত দেখতে গিয়ে এখন এই ধরনের সব ঘটনার মুখে পড়তে হচ্ছে দলের বিস্তারকদের। তাহলে কী হবে ২০২৪ এর লোকসভা নির্বাচনে? ২০২৯ সালের ভোটে বাংলা থেকে যে ১৮টি আসন দখল করেছিল পদ্মশিবির তার মধ্যে আসানসোল আগেই হাতছাড়া হয়েছে। ব্যারাকপুরের অর্জুন সিংও তৃণমূলে ফিরে এসেছেন। বাকি ১৬টি আসনের মধ্যে সবকটিই নড়বড়ে। সেই আসনই ধরে রাখার সম্ভাবনা যেখানে দেখা যাচ্ছে না সেখানে ‘২৪-এ ২৪’ আসবে কোথা থেকে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন বঙ্গ বিজেপির সামনে। যদিও দলের নেতাদের একমাত্র ভরসার জায়গা ‘মোদি(Narendra Modi) হাওয়া’। কেননা তাঁদের দাবি, ১৯’র যে ভোটে বাংলায় ১৮টি আসন পেয়েছিল বিজেপি সেই ভোটে রাজ্যের ৫৪ শতাংশ বুথে তাঁরা কোনও এজেন্টই বসাতে পারেনি। তাই এবারেও সব বুথে এজেন্ট বসানো না হলেও ‘মোদি হাওয়া’য় ভর দিয়ে বিজেপি ঠিকই ২৪টা আসন পেয়েই যাবে।

আরও পড়ুন মমতার বাংলাকে শিক্ষাক্ষেত্রে ২৬৫০ কোটি দিলেন মোদি

আসল ছবিটা থিক কী? জানা গিয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে ২৪টি আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন বঙ্গ বিজেপির নেতাদের সামনে সেগুলিতে প্রায় সবকটিতেই বুথ কমিটি দুর্বল। কোথাও কমিটি শুধুই খাতায়কলমে রয়েছে, কোথাও বা সেটাও নেই। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তো অবস্থা আরও কাহিল। সেখানে দলের পতাকা ধরার না আছে লোক না আছে পতাকা লাগাবার লোক। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা ২১-২২ ফেব্রুয়ারি বিস্তারকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন। সূত্রের খবর, সেখানে বিস্তারকেরা জানিয়েছেন, অধিকাংশ জায়গায় বুথ কমিটি অসম্পূর্ণ কিংবা দুর্বল। বসে যাওয়া দলের পুরনো কর্মীদের ফেরানোর জন্য এখনও কোনও তৎপরতা হয়নি। বেশির ভাগ জায়গায় সংগঠকেরা ইচ্ছে মতো কাজ করছেন। অনেকেই কর্মসূচিতে যোগ দিচ্ছেন না। ‘পছন্দের লোক’ ছাড়া বাকিদের কাছে খবর পৌঁছচ্ছে না। এমনকি বৈঠকে উঠে এসেছে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এখনও দলের পতাকা লাগানোর লোক নেই। ফলে, বুথ কমিটি গঠনের জায়গাতেই পৌঁছনো যায়নি। এই যখন অবস্থা তখন ২০২৪ এর লোকসভা নির্বাচনে ২৪টি আসন দখলের লক্ষ্য পূর্ণ হবে কোথা থেকে? এই প্রশ্নটাই বঙ্গ বিজেপির নেতাদের দিকে নাকি ছুঁড়ে দিয়েছেন বিস্তারকেরা।

আরও পড়ুন TMC বিধায়কের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা হাইকোর্টে

সূত্রের দাবি, সেই প্রশ্নের যে উত্তর দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা সেটা শুনে আরও চমকে গিয়েছেন ওই বিস্তারকেরা। সূত্রের দাবি, বঙ্গ বিজেপির নেতারা তাঁদের জানিয়েছেন, লোকসভা নির্বাচনে ‘মোদী হাওয়া’তেই নাকি ওই ২৪টি আসন জিতে নেওয়া যাবে। বুথ দিয়ে সব হয় না। লোকসভা নির্বাচন এলে লোকে মোদী সরকারের কাজ দেখে ভোট দেবেন। মোদী হওয়ায় ভোট হবে। ১০ থেকে ১৫ শতাংশ বুথ বাদ দিলে বাকি জায়গায় কমিটি গড়া হয়েছে। বুথে লোক আছে। ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। বিডিও অফিস অভিযান করা হয়েছিল। সেখানে ভাল সংখ্যক মানুষ বেরিয়েছেন। ভোট যত এগিয়ে আসবে ততই নাকি বিজেপিতে আমজনতার ভিড় বাড়বে। ২৪টি আসনে গড়ে ২ লক্ষের বেশি ভোটে নাকি বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। আর এই সব কথা শুনে বিস্তারকদের মনে হয়েছে, বাংলায় দলের বেহাল দশা ঢাকতে বঙ্গ বিজেপির নেতারা কার্যত মোদি হাওয়ার ওপরেই সব কিছু ছেড়ে দিয়েছেন। দল জিতলে তাঁদের নাম হারলে মোদির বদনাম। যদিও নানা সমীক্ষা বলে দিচ্ছে বাংলা থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একটি আসন জিততে পারবে কিনা তা নিয়ে ঢের সন্দেহ আছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গৌরাঙ্গনগরে ১০ বছর ধরে তালা বন্ধ অবস্থায় বৃদ্ধ দম্পতির দুই ছেলে, উদ্ধার করল পুলিশ

বিজেপিকে সমর্থনের শাস্তি, বিনয় তামাংকে দল থেকে তাড়াল কংগ্রেস

‘প্রথম দফায় মাথা ভেঙেছি, একেবারে শেষে বলো হরি, হরি বোল’, বিজেপিকে কটাক্ষ অভিষেকের

মেদিনীপুরে লাল ও দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা এবং ১১ জেলায় তাপপ্রবাহ জারি

‘কমিশনকে বলব বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয়’, মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

ভোট যায় ভোট আসে, ভাঙ্গন কবলিত অঞ্চল একই থাকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর