এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্য জুড়ে রাস্তা সারাইয়ে বরাদ্দ ২০০ কোটি

নিজস্ব প্রতিনিধি: বাংলা থেকে এখনও বিদায় নেয়নি বর্ষা। বরঞ্চ পুজোর মুখে এসে তার দাপট যেন আরও বেড়ে গিয়েছে। ঘন ঘন নিম্নচাপ আর ঘূর্নাবর্তের জেরে অঝোর ধারায় যে জল ঝরিয়ে চলেছে বাংলা জুড়ে। আর তার জেরেই রাজ্যের বেশির ভাগ এলাকাতেই রাস্তায় জমছে জল। সেই জলই রাস্তার কঙ্কাল কার্যত বার করে দিচ্ছে যা দুর্ঘটনার কারনও হয়ে উঠছে। সেই কারনেই কিছুদিন আগে রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছিলেন পুজোর আগেই কলকাতা সহ রাজ্যের সব রাস্তাই সারাই করা হবে। সেই বার্তার পরেই এবার রাজ্য সরকার এদিন যুদ্ধকালীন ভিত্তিতে রাজ্যের সব বেহাল রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছে। আর তার জন্য বরাদ্দ করা হয়েছে ২০০কোটি টাকা।

গত কয়েক মাসের ধারাবাহিক বৃষ্টিতে রাজ্য জুড়ে বেশিরভাগ রাস্তারই অবস্থা বেহাল। পঞ্চায়েত, পুরসভা বা পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি যত বার মেরামত করার চেষ্টা হয়েছে, তত বারই তা বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে। এদিকে আগামী সপ্তাহেই পুজো। তাই এদিন অর্থ বরাদ্দের পাশাপাশি কার্যত যুদ্ধকালীন প্রস্তুতিতেরাজ্যের সব রাস্তা মেরামত করে দিতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি রাস্তার কাজ শুরু হয়েছে বলে এদিন দাবি করেছেন পূর্ত দফতরের কিছু আধিকারিক। যে সব রাস্তার প্যাচওয়ার্ক করা দরকার, সেখানে দ্রুত গতিতে রাত দিন এক করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতরের তরফে। পুজোর আগে রাস্তা মেরামত করতে জেলায় জেলায়ও নির্দেশ পাঠানো হয়েছে। সেই নির্দেশ পেয়েই বেশ কিছু রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

পূর্ত দফতরের সঙ্গে আলোচনা করে কলকাতা পুরনিগমের অধীনে থাকা রাস্তাগুলিও মেরামতির কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ১ সপ্তাহের মধ্যেই কলকাতার রাস্তার বেহাল দশাও ঢাকা পড়ে যাবে পরিচর্যার মলমে। এমনিতেই রাজ্যের অনান্য জায়গার তুলনায় কলকাতায় দুর্গাপুজোর ভিড় বেশি হয়। কার্যত লক্ষ লক্ষ মানুষ নামেন শহরের রাজপথে। কোভিডের প্রকোপ তাতে সাময়িক বাঁধ দিলেও পুরোপুরি তা স্তব্ধ করে দিতে পারেনি। তাই মনে করা হচ্ছে এবারের পুজোতেও লক্ষ লক্ষ মানুষ ভিড় করবেন শহরের বুকে পুজো দেখতে। খারাপ রাস্তা তাদের কাছে বিপদ হয়ে উঠতে পারতো। কিন্তু এখন সেই বেহাল সব রাস্তা যুদ্ধকালীন ভিত্তিতে মেরামত হওয়ার কাজ শুরু হয়ে যেতেই আশা করা যাচ্ছে পুজোর দিনগুলিতে রাস্তা নিয়ে আর ভোগান্তির মুখে পড়তে হবে না কলকাতা তথা রাজ্যবাসীকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তি আর উন্নয়নের স্বার্থে ব্যারাকপুর শিল্পাঞ্চল এবার পার্থ’র পাশে

কালিয়াচকে শৌচাগারের পরিত্যক্ত ট্যাংকিতে বোমা বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য

গোপীবল্লভপুরে অভিষেকের সভার প্রস্তুতি জোর কদমে, হেলিপ্যাডে কড়া নজরদারি

শান্তিপুরে জলের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন মহিলাদের

পরকীয়ার জের, বালিশ চাপা দিয়ে খুন নৃশংস খুন বিধবাকে

ফের এগরার খাদিকুলে তাজা বোমা উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ, এলাকায় চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর