এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্যের দুই জেলার উপকূলবর্তী এলাকায় ডাচ প্রযুক্তির ব্যবহার

নিজস্ব প্রতিনিধি: বাংলার উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) ও পূর্ব মেদিনীপুর(Purba Midnapur)। এই দুই জেলাকেই বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় থেকে জলোচ্ছ্বাস সব কিছু সবার আগে সহ্য করতে হয়। পাশাপাশি আছে ভাঙনের সমস্যাও। রয়েছে সুন্দরবনকে রক্ষা করার বিষয়টিও। এবার তাই সুন্দরবনকে(Sundarban) রক্ষা করা ও দুই জেলার উপকূলবর্তী এলাকাগুলিকে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে বাঁচাতে রাজ্য সরকার(State Government) ডাচ প্রযুক্তি(Dutch Model) ও তাঁদের অভিজ্ঞতা ব্যবহার করতে চলেছে। নেদারল্যান্ডস(Netherlands) বা হল্যান্ড দেশটির বেশির ভাগ এলাকাই সমুদ্র সমতল থেকে নীচু। ওই সব এলাকায় জোয়ার বা জলোচ্ছ্বাসের জেরে যাতে সাগরের জল কৃষিভূমি বা জনবসতি কিংবা শিল্প এলাকায় ঢুকে না পড়ে তার জন্য সে দেশের অধিবাসী বা ডাচরা যে প্রযুক্তি কাজে লাগায় সেটাই এখন রাজ্য সরকার রাজ্যের দুই জেলার উপকূলবর্তী এলাকা রক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে চাইছে। সেই সঙ্গে ডাচদের অভিজ্ঞতাকেও এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, রাজ্যের দুই উপকূলবর্তী জেলাকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কল্যাণীর রিভার রিসার্চ ইনস্টিটিউট ও রাজ্য সেচ দফতর নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে কাজ করবে। সেই সব বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এ রাজ্যে চলে এসেছেন। নবান্নে সূত্রে জানা গিয়েছে, সাগরের জলোচ্ছ্বাস ঠেকাতে নেদারল্যান্ডস মডেল এখন গোটা বিশ্বে গৃহীত হয়েছে। সেই প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে রাজ্য সরকার নেদারল্যান্ডস সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্যসম্মেলনেই লেটার অফ ইনটেন্ট সই হয় তার জন্য। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা মূলত সমুদ্র উপকূলবর্তী এলাকার সুরক্ষিত করার ক্ষেত্রে সাহায্য করবেন। এ ছাড়া নদী, খালের সংস্কার, জলের লবণ নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য চাষ ও কৃষির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করা, বায়ো ডাইভারসিটি রক্ষায় তাঁরা প্রয়জনীয় সাহায্য করবেন। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে নয়া প্রযুক্তি দেবে নেদারল্যান্ডস সরকার।  

আয়লা, আম্ফান, যশ এই তিন সামুদ্রিক ঘূর্ণিঝড় ও তার জেরে জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা। এই দুই জেলাকে আগামী দিনে আবারও জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচাতে হলে পরিবেশ অক্ষুণ্ণ রেখে বিশাল এলাকা জুড়ে কংক্রিটের উঁচু বাঁধ দিতে হবে। সেই বাঁধ নির্মাণের জন্য রাজ্য সরকার নীতি আয়োগের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেখান থেকে কোনও সাহায্য না মেলায় রাজ্য দ্বারস্থ হয় এশীয় উন্নয়ন ব্যাঙ্ক বা এডিবি’র। তাঁরা অর্থ সাহায্যে রাজি হয়েছেন। তবে শর্ত সেই অর্থ ব্যবহার করতে হবে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে। আর এখানেই রাজ্য সরকার নেদারল্যান্ডের প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে। বাংলায় নেদারল্যান্ডসের যে বিশেষজ্ঞরা এসেছেন তাঁদের মধ্যে রয়েছেন ডাইক ও ডেলটা মরফোলজিস্টরা। তাঁরা প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে সুন্দরবন ও দিঘা উপকূলবর্তী এলাকায় নদী ভাঙন রোধের দিকটি দেখবেন। ম্যানগ্রোভের পাশাপাশি ভেটিবার গ্রাস নামক একজাতীয় ঘাস লাগিয়ে নদীর পাড়ের ভাঙন রোখা গিয়েছে নেদারল্যান্ডসে।

সুন্দরবন উপকূলবর্তী এলাকার মূল সমস্যাই হলো নোনা জল। নেদারল্যান্ডস এ ক্ষেত্রে তাদের দেশে সফল্য পেয়েছে। মূলত উপগ্রহ চিত্রকে কাজে লাগিয়ে নদীর চারিত্রিক বৈশিষ্ট্য পর্যালোচনা করে এই উপকূলবর্তী এলাকাকে সুরক্ষিত করতে চান তাঁরা। আগামী দুই বছর ধরে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদল এই রাজ্যে নিরীক্ষণ চালাবেন। প্রথম বছরে তাঁদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেচ দফতর সুন্দরবন ও দিঘা মাস্টারপ্ল্যানের ডিপিআর তৈরি করতে চায়। গত মাসেই এডিবি’র প্রতিনিধি দল রাজ্যে ঘুরে গিয়েছেন। প্রাথমিক আলোচনায় সুন্দরবন ও দিঘা উপকূলরক্ষায় আর্থিক সাহায্য দিতেও তাঁরা সম্মত হয়েছে। তবে এই টাকা আসতে আরও এক বছর লেগে যাবে। রাজ্য সরকার চায় নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা রাজ্যে থাকাকালীন সুন্দরবন ও দিঘা মাস্টারপ্ল্যান রূপায়ণের কাজ শুরু করে দিতে।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দননগরে প্রচারে গিয়েও প্রসিদ্ধ ‘জলভরা সন্দেশ’ চাখা হল না রচনার, কেন?

ইভিএম বিভ্রাট নিয়ে কমিশনকে চিঠি দিল তৃণমূল

সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘সবচেয়ে বড় ভুলটা আমি করেছিলাম, তবে বিজেপি এবার আর ক্ষমতায় আসবে না’

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

‘চাকরিখেকো রাম-বাম-শাম দেখেছেন’, পিংলায় প্রশ্ন ছুঁড়ে দিলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর