এই মুহূর্তে

বছরের প্রথমেই ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দিনেদুপুরে চলল গুলি

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় চলল গুলি। পুলিশ সূত্রে খবর, আচমকাই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। এখানে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করছে। কিন্তু আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো এবং গুলি কারাই বা চালালো সেটাই উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে ভাটপাড়ার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্ত তিনি উপস্থিত হয়ে তিনি বলেন এটা রাজনৈতিক কোন বিষয় নয় ।সমস্তটাই দুষ্কৃতি মূলক কাজ। স্থানীয় মানুষরা যেটা বলছেন এখানে চার রাউন্ড গুলি চালানো হয়েছে। প্রশাসন তদন্ত করছে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।

ভাটপাড়া প্রায়সই গুলি ও বোমার মুক্তাঞ্চল হয়ে ওঠে। সমাজ বিরোধীদের লড়াই এবং তাদের বোমা গুলির ব্যবহার আতঙ্ক সৃষ্টি করে এলাকায়। নতুন বছর শুরু হতেই ফের সেই গুলির শব্দে তাই ঘুম ছুটেছে সেখানকার সাধারণ মানুষের। পুলিশ এই চার রাউন্ড গুলি ছোড়ার উৎস খুঁজছে। রবিবার ছুটির দিনে গুলির শব্দে ফের আতঙ্কিত ভাটপাড়া বাসী। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে শনিবার ভাটপাড়াতে সংকল্প সভা করতে গিয়েছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি ভাটপাড়া কাকিনাড়া নৈহাটি সহ একাধিক বিধানসভায় পরিবর্তনের ডাক দেন।

এরপরই রবিবার দুপুরে এই গুলির পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেই সূত্র খোঁজার কাজ শুরু করেছে স্থানীয় পুলিশ।স্থানীয় কাউন্সিলরের দাবিদার ওয়ার্ডে কোন রাজনৈতিক সমস্যা নেই। ফলে রাজনৈতিক কোন অসন্তোষের জন্য এই গুলি চলে নি। সমাজ বিরোধীদের নিজেদের মধ্যে কোন সমস্যার তুলুন এই চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ওই ওয়ার্ডে যেতে শান্তি থাকে সাদিয়া কাউন্সিলর প্রশাসনের কাছে সেই দাবি জানাবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪ বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে গেল মা

৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধনে সিদ্দিকুল্লা চৌধুরী

রাজ্যের ২ জেলায় হানা দিয়ে বিপুল পরিমাণে নকল গুড নাইট LV রিফিল আটক,গ্রেফতার একাধিক

সোনার তালের সন্ধানে এক ব্যক্তিকে অপহরণ করে পুলিশের হাতে পাকড়াও ৮ দুষ্কৃতী

রাজ্যের ৯ জেলায় নামবে পারদ, ঠান্ডার সর্তকতা জারি,কুয়াশার দাপট বাড়বে

কাজল-কেষ্টর উদ্যোগে মুখ‍্যমন্ত্রীর জন্মদিন পালন, কাটা হল ৭১টি কেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ