-273ºc,
Tuesday, 30th May, 2023 12:54 pm
নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে এক মাসে বিরিয়ানির বিল ৩ লাখ ২০ হাজার টাকা! বাগানের জন্য কেনা চারা গাছের বিল ২ লাখ টাকা! এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে। এমন অদ্ভুত অঙ্কের বিলের খবর ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। কী করে এত বিল হয়, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিলের এমন বহর দেখে চক্ষু চড়কগাছে হাসপাতাল কর্তৃপক্ষেরও।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে বিলে দেখানো হয়েছে, এক মাসে বিরিয়ানির জন্য খরচ হয়েছে ৩ লাখ ২০ হাজার টাকা। বাগানে চারা গাছ লাগানোর জন্য খরচ হয়েছে ২ লাখ টাকা। ঠিকাদাররা বিলে গরমিল করেছে বলে অভিযোগ তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিলে অনিয়ম করার অভিযোগে সরব হয়েছে রোগী কল্যাণ সমিতি। তাদের তরফে জানানো হয়েছে, দ্বিতীয়বার বিল পরীক্ষা করার পর যদি ধরা পড়ে যে বিলে গরমিল করা হয়েছে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারদের বিরুদ্ধে। ঠিকাদারদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলে জানিয়েছে রোগী কল্যাণ সমিতি। অন্যদিকে ঠিকাদাররা তাদের বিরুদ্ধে ওঠা বিলে গরমিল করার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিলে কোনও অনিয়ম করা হয়নি। বিল যদি ভুয়ো হয় তাহলে কাটোয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ বিলে সই করল কেন? এই প্রশ্নও তুলেছে তারা। বিলে শুধু বিরিয়ানি আর গাছ কেনার টাকায় অনিয়ম করা নয়, বিভিন্ন খাতে সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার অঙ্কের এমন বিল সামনে এসেছে। বিলে ধরা পড়েছে, হাসপাতালের একটি গাড়ি একইদিনে দু জায়গায় পাঠানো হয়েছে বলে উল্লেখ রয়েছে। তা নিয়ে প্রশ্ন তুলেছে বর্তমান হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনা নিয়ে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, কাটোয়া মহকুমা হাসপাতালের তৎকালীন সুপারের আমলে এই দুর্নীতি হয়েছে। যদিও তৎকালীন সুপার জানান, হাসপাতালের সুপার বিলে ওয়ার্ক ডান করেন না, অন্য আধিকারিকরা এগুলি করেন।