24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:30 am
নিজস্ব প্রতিনিধি,জয়দেব : দু’বছর করোনাকালে বন্ধ থাকার পর এবার শুরু হল প্রায় ৪০০ বছরের প্রাচীন জয়দেব-কেন্দুলির মেলা৷ প্রথা অনুযায়ী মকর সংক্রান্তির দিন অজয় নদের(Ajay River) তীরে পুণ্যস্নান সারেন পুণ্যার্থীরা। কোভিড পরিস্থিতি কাটিয়ে এবার জমজমাট বাউল-ফকিরের মেলা জয়দেব৷ স্নানের ঘাট সহ রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মত। মেলায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের(Birbhum) অজয় নদের রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে। ৪০০ বছরের প্রাচীন এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে পৌরাণিক কাহিনী সমূহ ও নানান দেবদেবীর মূর্তি৷ এই জয়দেব মেলা মূলত বাউল-ফকিরের মেলা হিসাবে পরিচিত। ২০২১ সালে কোভিড পরিস্থিতির জন্য মেলাটি বন্ধ ছিল। ২০২২ সালে কোভিড বিধি মেনে ছোট করে মেলার আয়োজন হয়েছিল৷ এবার কোভিড পরিস্থিতির কাটিয়ে জমজমাট প্রাচীন জয়দেব মেলা৷ ভোর থেকে শীত উপেক্ষা করে অজয় নদের জলে স্নান সারেন পুণ্যার্থীরা৷ পুণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার হিড়িক ছিল চোখে পড়ার মতো।
ভিড় থাকায় এই বছর জয়দেব মেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নানের ঘাট ও অন্যান্য জায়গায় নিরাপত্তার জন্য সিভিক ভলিন্টিয়ার সহ প্রায় ২৫০০ পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিআইজি, এসপি(SP), এসডিপিও(SDPO) পদমর্যাদার অফিসারেরা৷ ১২৫ টির বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ১২ টি ওয়াচ টাওয়ার (Watch Tower) থেকে চলছে নজরদারি৷ ২৩ টি পুলিশ ক্যাম্প, এন্টি ক্রাইম টিম, মহিলা পুলিশ ছাড়াও চলছে ড্রোন(Drone) ক্যামেরায় নজরদারি৷ স্থায়ী আখড়া ছাড়াও এবার ২৫০ টি মত অস্থায়ী আখড়ার অনুমতি দিয়েছে প্রশাসন৷ উন্মুক্ত মল-মূত্র ত্যাগ রুখতে নদীর তীরে ১০০০ বেশি অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে জমজমাট প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব মেলা।