এই মুহূর্তে

কাজল-কেষ্টর উদ্যোগে মুখ‍্যমন্ত্রীর জন্মদিন পালন, কাটা হল ৭১টি কেক

নিজস্ব প্রতিনিধি,কঙ্কালীতলা: বীরভূম জেলার কঙ্কালীতলায় মুখ্যমন্ত্রীর ৭১তম জন্মদিন উদ্‌যাপন, দুঃস্থদের কম্বল বিতরণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ(Kajal Sk.)।সোমবার বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার ও সামাজিক কর্মসূচির মাধ্যমে এই জন্মদিন পালন করা হয়।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পুজো অর্চনার পাশাপাশি প্রতীকীভাবে ৭১টি ডালি ও একাত্তরটি কেক(Cake) কেটে জন্মদিন উদ্‌যাপন করা হয়। এই উপলক্ষে এলাকার প্রায় ১৮০০ জন দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

কাজল শেখ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দর্শন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের মরসুমে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। বীরভূমের রাজনীতির ময়দানে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে প্রায়সই প্রকাশ্যে সংঘর্ষ হতে দেখা যায়। কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন। নিজেদের মধ্যে লড়াই নয়। বিজেপির বিরুদ্ধে লড়তে হবে একসাথে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে বীরভূমের মাটিতে। দলনেত্রীর জন্মদিনে তাই সোশ্যাল মাধ্যমে পোস্ট করে নজির গড়লেন কাজল শেখ। কিন্তু প্রকৃত এই কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের(Anubrata Mandal) লড়াই বন্ধ থাকবে কিনা তা আগামী সময় বলবে।

তবে প্রবল ঠান্ডার মধ্যে দুঃস্থ মানুষজন কম্বল পেয়ে বেজায় খুশি।রীতিমত মন্ত্র উচ্চারণ করে ৭১ টি ডালি নিয়ে কঙ্কালীতলায় পুজো দিতে দেখা যায় কাজল শেখকে। আবার ৭১টি কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি গলায় ঝুলিয়ে তাতে কেক খাওয়াতেও দেখা যায়। কাজল শেখকে। সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কোথাও পুজো কোথাও তার মঙ্গল কামনায় নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূল নেতা – কর্মীদের পক্ষ থেকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

ঝাড়গ্রামের জামবনিতে ফিল্মি কায়দায় জঙ্গলের রাস্তায় ৩ লক্ষ টাকার লুট দুষ্কৃতীদের

বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

শিলিগুড়িতে ব্যাংকের ভেতরে নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে ছুটল গুলি, আহত শিশু সহ ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ