এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরে বিক্ষোভ দেখাবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: পুজোর পরে ৩ দিনের সফরে উত্তরবঙ্গে(North Bengal) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিজয়া দশমীতে জলপাইগুড়ি জেলার মাল(Mal) শহরের পাশে মাল নদীতে ঘটে যাওয়া হড়পা বানে(Flash Flood) ৮ জনের মৃত্যুর ঘটনার পরে মুখ্যমন্ত্রীর এই সফর ইতিমধ্যেই নজর কেড়েছে রাজনৈতিক মহলের। তার জেরেই বঙ্গ বিজেপি(BJP) সূত্রে জানা গিয়েছে মালের ঘটনার জন্য রাজ্য প্রশাসনে দায়ী করে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর পাশপাশি তাঁকে ‘গো ব্যাক’ শ্লোগানও শোনাতে চাইছে বিজেপি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের এই সফরকালে কোনও কোনও বিধায়ক ও সাংসদ ফের পৃথক উত্তরবঙ্গ রাজ্য গঠনের দাবিও তুলতে পারেন বলে জানা গিয়েছে। তবে বিজেপির এই পরিকল্পনার মাঝেই গেরুয়া শিবিরে ধাক্কা হয়ে উঠতে পারে এক সাংসদের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা। যদিও সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত তৃণমূলের তরফে নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।

আগামী সোমবার ৩ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওইদিন কলকাতা থেকে বিমানযোগে তিনি যাবেন বাগডোগরা। সেখান থেকে সড়কপথে তিনি যাবেন হলং বনবাংলোতে। সেখানেই রাত্রিবাস করবেন তিনি। পরের দিন অর্থাৎ ১৮ অক্টোবর মাল শহরে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। সেদিনই তিনি মালে হড়পা বানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। পরের দিন অর্থাৎ ১৯ অক্টোবর তিনি চলে আসবেন শিলিগুড়িতে। থাকবেন উত্তরকন্যা গেস্ট হাউসে। সেখানে তিনি সেদিন তৃণমূলের বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন। পরের দিন ২০ অক্টোবর তিনি কলকাতায় ফিরে আসবেন। মালের ঘটনার জন্য বিজেপির তরফে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজ্য সরকারকেও দোষী সাব্যস্ত করা হচ্ছে। তাঁদের দাবি, প্রশাসনের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও বেশ কিছু মহল থেকে ইতিমধ্যেই একাধিকবার জানানো হয়েছে যে ওই ঘটনায় প্রশাসনের তরফে কোনও গাফিলতি ছিল না। প্রাকৃতিক দুর্যোগেই এই ঘটনা ঘটেছিল।

যদিও মালের ঘটনার জন্য রাজ্য সরকারের তরফে শোকজ্ঞাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আহতরা জন্য ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের কথাও জানান তিনি। নবান্ন সূত্রে খবর, বিসর্জনের সময় হরপা বানে ৮ জনের মৃত্যুতে মুখ্যমন্ত্রী খুব কষ্ট পেয়েছেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো আটকানো সম্ভব নয়। আর অর্থ কখনও প্রাণের উপযুক্ত মূল্য হতে পারে না। তাই সমবেদনা জানাতে তিনি পরিবারগুলির সঙ্গে দেখা করতে পারেন। কার কী সমস্যা রয়েছে, সেটাও জানবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাল নদীর ঘটনা নিয়ে নবান্ন আগেই রিপোর্ট চেয়েছিল। এবার সরেজমিনে দেখতে যাবেন তিনি। মালবাজার কাণ্ডে নদী বিশেষজ্ঞকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক। কিন্তু এতকিছুর পরেও বিজেপির তরফে বার বার এই ঘটনার জন্য রাজ্য ও জেলা প্রশাসনকেই দায়ী করা হচ্ছে। সেই কারণে সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে তাঁর সফরকালে কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ শ্লোগান তুলবে বিজেপির কর্মীরা। সেই সঙ্গে বিজেপির কিছু বিধায়ক ও সাংসদ সরব হবেন পৃথক উত্তরবঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়েও। তোলা হবে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গঠনের দাবিও। তবে এসবের মাঝে গেরুয়া শিবিরে অস্বস্তি হয়ে উঠতে পারে দলেরই এক সাংসদের দলবদলের সম্ভাবনা নিয়ে। যদিও তৃণমূলের সূত্রে সেই ধরনের কোনও ঘটনার ইঙ্গিত মেলেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

মেদিনীপুরের মাটি থেকে ‘গদ্দার’দের তীব্র আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর