24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:29 am
নিজস্ব প্রতিনিধি: হাওড়ার (Howrah) শ্যামপুরে (Shyampur) মেয়ের শ্লীলতাহানি (Molestation) রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে বাবার নিহত (Murder) হওয়ার ঘটনায় ইতিমধ্যে তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। এবার সেই ঘটনায় লাশ নিয়ে রাজনীতি করতে গিয়ে মুখ পুড়ল বিজেপির (BJP)। বুধবার হাওড়া গ্রামীণ জেলার বিজেপি সভাপতি অরুণোদয় পাল চৌধুরী নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান। কিন্তু মৃত ব্যক্তির স্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাঁর স্বামীর মৃত্যু নিয়ে রাজনীতি হোক তা তিনি চান না। মৃত্যু নিয়ে রাজনীতি করতে গিয়ে কার্যত মুখ পুড়ল গেরুয়া শিবিরের।
বুধবার হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি অরুণোদয় পাল চৌধুরী এবং বেশ কয়েকজন বিজেপি নেতা হাওড়ার শ্যামপুরে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যান। নিহতের বাড়িতে গিয়ে তাঁরা ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর পাশে দাঁড়ানোর প্রস্তাব দেন। কিন্তু নিহতের স্ত্রী জানিয়ে দেন, তাঁর স্বামীর মৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি হোক তা তিনি চান না।
প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে তিন দুষ্কৃতী। ওইদিন সন্ধ্যায় ওই ছাত্রী যখন সাইকেলে চড়ে টিউশন পড়ে ফিরছিল, তখন তার পথ আটকেছিল অভিযুক্তরা। এই ঘটনার কথা জানিয়ে খবর দেওয়া হলে ওই ছাত্রীর বাবা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করে। এরপর ছাত্রীটির বাবাকে অভিযুক্তরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে। সেই মারধরের জেরে মৃত্যু হয় ছাত্রীটির বাবার। প্রথমে তাঁকে এলাকার গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা।