এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সোম সকালেই আনিসের দেহ তোলা হবে! জানাল সিট

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার গিয়ে ফিরতে হয়েছে খালি হাতে। সেদিন পরিবারের তরফে যেমন সায় মেলেনি তেমনি প্রবল বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরাও। আর সেই ঘটনা যে আদালত অবমাননার সামিল সেটাও টুইট করে জানিয়ে দিয়েছিল রাজ্য পুলিশ প্রশাসন। এবার কিন্তু আগেভাগে সিটের তরফে জানিয়ে দেওয়া হল সোম সকালেই তোলা হবে দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার জন্য। নজরে আনিস খানের(Anis Khan) খুনের ঘটনা। কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সিটই(SIT) এই ঘটনার তদন্ত করবে, আর সেই তদন্তের রিপোর্ট ২ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে আদালতে। সেই সঙ্গে আনিসের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে জেলা ম্যাজিস্ট্রেট বা তাঁর প্রতিনিধির উপস্থিতিতে। সেই সঙ্গে দেহ তোলার সময় থাকবেন সিটের প্রতিনিধি সহ আনিসের পরিবারের সদস্য ও তাঁদের আইনজীবী। গত শনিবার ভোরে আনিসের দেহ তুলতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল পুলিশকে। এবারে কিন্তু সিট নোটিস পাঠিয়েছে আনিসের পরিবারকে যে সোমবার সকাল ৮টায় দেহ তোলা হবে। 

আনিসের দাদা সাবির খান(Sabir Khan) রবিবার এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা আগেই বলেছিলাম সোমবার দেহ কবর থেকে তোলা হোক। বাবা অসুস্থ থাকার জন্য সময় চেয়েছিলাম। সিট নোটিস দিয়ে সেটাই জানিয়েছে। তবে জেলার বিচারককেও সেখানে থাকতে হবে আর আমাদের আইনজীবীও সেখানে থাকবেন।’ যদিও সূত্রে জানা গিয়েছে, আগামিকালও আনিসের দেহ কবর থেকে তুলতে বাধা দেওয়া হতে পারে। কেননা ইতিমধ্যেই আনিসের পরিবারের তরফে সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। আগামিকালই সেই মামলা দায়ের হতে পারে। আর সেই ঘটনাকে তুলে ধরেই দেহ তুলতে বাধা দেওয়া হতে পারে। মূলত সিবিআই(CBI) তদন্তের দাবি নিয়েই সুপ্রিম দ্বারে যাচ্ছে আনিসের পরিবার। তবে কাল যদি সিটের সদস্যদের উপস্থিতিতে দেহ তুলতে ফের বাধা দেওয়া হয় তাহলে গোটা বিষয়টি আগামিকালই কলকাতা হাইকোর্টের নজরে আনা হবে। দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করার যে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে তা মানার ক্ষেত্রে যদি এভাবে বাধা দেওয়া হয় তাহলে তা যে আদালত অবমাননার সামিল সেটাই জানানো হবে।  

যদিও এদিন সিটের সদস্যরা এই মর্মে আনিসের পরিবারকে নোটিস ধরাতে গেলে আনিসের পরিবার থেকে বলা হয়, সকাল ৮টায় নয় ১০টায় আসুন। মনে করা হচ্ছে যেহেতু সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট খুলে যায় তাই সকাল ৮টার পরিবর্তে সিটের সদস্যদের সকাল ১০টায় আসতে বলা হচ্ছে। অর্থাৎ আনিসের দেহ যাতে তোলা না যায় তার জন্যই মেপে পদক্ষেপ করা হচ্ছে। সিটকে কার্যত ঠেকিয়ে রেখে সময় অপচয় করা হচ্ছে। সম্ভবত সিটের সদস্যরা যখন আগামিকাল আনিসের দেহ তোলার জন্য গ্রামে যাবেন তখন আনিসের পরিবারের তরফে তাঁদের হয়তো জানিয়ে দেওয়া হবে যে তাঁরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তাই হাইকোর্টের নির্দেশ তাঁরা মানবেন না। দেহ তুলতেও দেবেন না। তবে প্রশ্ন থেকে যাচ্ছে যে, সুপ্রিম কোর্টই যদি তা৬দের আর্জি প্রত্যাখান করে বা হাইকোর্টকে এড়িয়ে সুপ্রিম দ্বারে হাজির হওয়ার ঘটনা সমর্থন না করে তখন কী হবে! আইনজীবীদের একাংশও মনে করছেন আনিসের পরিবার ও গ্রামবাসীরা আগামিকাল আনিসের দেহ তুলতে না দিলে আগামিদিনে বিপাকে পড়বেন, আদালত অবমাননার অপরাধে চিহ্নিত হবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তিন তোলাবাজ যুবককে গ্রেফতারের দাবিতে শান্তিপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিলেন আমজনতা

জনজাতি সম্প্রদায়কে নিয়ে মায়াপুর ইসকনের তিনদিন ব্যাপী কনভেনশন

নিউটাউনে উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত যুবক করুণাময়ীর এইচএসবিসি ব্যাংকের কর্মী

মালদার চাঁচলে মিঠুনের রোড শোতে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে দেবের রোড শোতে জনসুনামি

‘বিজেপির ১০ জন নেতা যোগাযোগ রাখছেন’, বোমা ফাটালেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর