এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনেও কী এবার কেন্দ্রীয় দল, উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: আবারও কী কেন্দ্রের নজরাদারির Radar-এ বাংলা(Bengal)? এই প্রশ্নটা উঠে গেল রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের একটি পদক্ষেপে। এই দফতরের আধিকারিকেরা সম্প্রতি রাজ্যের প্রতিটি জেলায় জোরকদমে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র(Anganwadi Centers) পরিদর্শন করার কাজ সম্পন্ন করেছেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের(Woman Child and Social Welfare Department) তরফে রাজ্যের প্রতিটি জেলায় বার্তা পাঠানোর পরই তোড়জোর শুরু হয় পরিদর্শনের। গত দু’-তিন দিন ধরে বিভিন্ন জেলায় আধিকারিকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হালহকিকত ঘুরে দেখেন। এখন বিষয়টিকে দফতরের তরফে রুটিন কাজ বলে দাবি করা হচ্ছে। কিন্তু তারপরেও, ওয়াকিবহাল মহল মনে করছে, কেন্দ্র সরকার(Central Government) সম্ভবত এবার বাংলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির হালহকিকত জানতে প্রতিনিধি দল(Delegate Team) পাঠাতে পারে পরিদর্শনের জন্য। সেকথা মাথায় রেখেই আগে থেকে সতর্ক পদক্ষেপ রাজ্য সরকারের। পরিদর্শনের আগেই তাই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি স্বচ্ছতা থেকে মিড ডে মিল নিয়ে সমস্ত ব্যবস্থা সঠিক ভাবে রাখতে চাইছে নবান্ন(Nabanna)। যাতে কেন্দ্রীয় প্রতিনিধি দল এলেও রাজ্যকে অস্বস্তির মুখে পড়তে না হয়।

আরও পড়ুন সিগারেটের দাম ঠিক কত বাড়ছে, দেখে নিন

বঙ্গ বিজেপি(Bengal BJP) নেতারা থেকে থেকেই আবদার জুড়ে বসছেন বাংলার জন্য বরাদ্দ কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা হোক। আবার দাবি তোলা হচ্ছে ওই সব প্রকল্পের কাজ বাংলায় কেমন হয়েছে সে সব খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হোক। কার্যত দেখাও যাচ্ছে সেই সব আবদার মেনে নিয়ে কেন্দ্র প্রতিনিধি দলও পাঠাচ্ছে। কিন্তু পাশাপাশি এটাও লক্ষ্য করা যাচ্ছে গত বছরের পুজোর আগে পর্যন্ত এই সব প্রতিনিধি দল যে সব রিপোর্ট জমা দিয়েছিল মোদি সরকারকে তাতে রাজ্য সরকারকে যেমন অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছিল তেমনি বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আটকে দেওয়া হচ্ছিল। কিন্তু নানা সমীক্ষায় আগামী লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য বিপর্যয় চিত্র উঠে আসার পরে সেই ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। বঙ্গ বিজেপির নেতাদের আবদার মেনে নিয়ে কেন্দ্র সরকার বাংলায় একের পর এক কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠালেও সেই প্রতিনিধি দল দিল্লিতে ফিরে গিয়ে কিন্তু সে রকম খারাপ কোনও রিপোর্ট দিচ্ছেন না। দিলেও সেই রিপোর্ট সামনে আসছে না। এমনকি সাম্প্রতিককালে স্কুলগুলিতে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল তাঁরাও সন্তুষ্ট হয়েই দিল্লি ফিরে গিয়েছেন। খুব খারাপ কিছু রিপোর্ট তা৬রা দিয়েছেন এমনটাও এখনও জানা যায়নি। কিন্তু এই প্রতিনিধিদলকে যে বিজেপির নেতা ও কর্মীরা রাস্তায় আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছেন সেটা বাংলার মানুষ তো বটেই গোটা দেশের মানুষ দেখেছেন।

আরও পড়ুন সরকারি প্রকল্পে কার্ড সংযুক্তি নিয়ে কড়া নির্দেশ নবান্নের

অর্থাৎ এটা পরিষ্কার যে, বঙ্গ বিজেপির নেতারা চাইছেন এই সব কেন্দ্রীয় প্রতিনিধি দল বিজেপির কথা মতো কাজ করুক, তাঁদের কথা মতো ওঠাবসা করুক বা তাঁদের নির্দেশ মতো রিপোর্ট তৈরি করে তা দিল্লিতে জমা দিক। যদিও মোদি সরকারের তরফে তেমন কোনও চাপ দেওয়া হচ্ছে কিনা এমন কোনও তথ্য সামনে আসেনি। কার্যত এটাই বুঝিয়ে দিচ্ছে বাংলায় সব প্রকল্পের কাজে স্বচ্ছতা বজায় রাখা হলেও বঙ্গ বিজেপিরত নেতারা নিজেদের স্বার্থে, রাজনীতির স্বার্থে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ব্যবহার করতে চাইছে। যদিও তাতে হালে তাঁরা পানি পেয়েছেন এমন কথা জোর গলায় বঙ্গ বিজেপির কোনও নেতাই বলতে পারবেন না। কার্যত এই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি এখন তাঁদের মানরক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে বঙ্গ বিজেপির নেতাদের মানরক্ষায় কেন্দ্র সরকার প্রতিনিধি দল পাঠাচ্ছে। কিন্তু লাভের লাভ তাতে কিছুই হচ্ছে না। অগ্যতা তাই প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনেও কি তাহলে দিল্লি থেকে দল আসবে? তাই কি আগাম পরিস্থিতি খতিয়ে দেখে নিলেন জেলার কর্তারা? এই বিষয়ে অবশ্য রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের তরফে কোনও আধিকারিকই কোনও মন্তব্য করতে রাজি হননি। কিন্তু প্রতি জেলায় এক সঙ্গে পরিদর্শন অন্য ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখছেন আধিকারিকরা।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপি ছেড়ে তৃণমূলের প্রচার, তীব্র সমালোচনার সম্মুখীন বনি

পাথরপ্রতিমায় বাড়িতে ঢুকে ২ বোনকে কুপিয়ে খুন, এলাকায় চাঞ্চল্য

ভোট আবহেই বাংলায় ৬৫৬টি D.EL.ED College’র ৩৮ হাজার আসনে ভর্তির বিজ্ঞপ্তি

মালদায় বাজ পড়ে মৃত্যু ১১ জনের, শোকপ্রকাশ মমতার

শুক্রে  ঝাড়গ্রামে সভা মমতার, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা নেই কারও, হুঙ্কার অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর