এই মুহূর্তে




উজ্জয়িনীর মহাকাল এবার বাংলায়, শিলিগুড়িতে তৈরি হতে চলেছে বিশাল মহাকালেশ্বর মন্দির

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিং থেকে সাংবাদিকদের মুখোমুখী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে উন্নয়নের বিবিধ পরিকল্পনার বাস্তবায়ন দেখেছে রাজ্য। বৃহস্পতিবারও ঘুমন্ত বুদ্ধের সামনে দাঁড়িয়ে তিনি নিলেন উত্তরবঙ্গের জন্য এক বিশেষ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।উজ্জ্বয়িনীতে রয়েছে মহাকালেশ্বর মন্দির। প্রতিদিন বহু ভক্ত যান মহাকালের কাছে। একবার মহাকাল দর্শন করে যেতে। অনেক সময় বয়স্ক মানুষেরা শারীরিক সমস্যার কারণে যেতে পারেন না মহাকাল দর্শনে। তাঁদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রবীনরা এবং বিশেষভাবে সক্ষমরা যারা শারীরিক অসমর্থতার কারণে মহাকাল মন্দিরে যেতে পারেন না তাঁদের জন্য শিলিগুড়িতে তৈরি হবে মহাকাল মন্দির। দার্জিলিংয়ের মহাকাল মন্দিরেও ইস্যু হচ্ছে গ্রীন কার। এই সুবিধাও পাবেন বয়স্ক ও প্রতিবন্ধীরা।

শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ” আমরা জগন্নাথ ধাম করেছি দিঘায়, আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে। সেটার ট্রাস্ট তৈরি হয়ে গিয়েছে, জমিও চিহ্নিত হয়েছে। বর্তমানে টেন্ডারে দেওয়া হয়েছে। আমার আর একটা ইচ্ছা আছে। শিলিগুড়ির পাশাপাশি আমি একতা ভাল জমি অখানকার জেলাশাসককে দেখে রাখতে বলেছি যেখানে কনভেনশন সেন্টার হবে। তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির গড়ব। এখানে সবচেয়ে বড় শিব থাকবে। এটা করতে একটু সময় লাগবে। আমায় একটা ট্রাস্ট গড়তে হবে। তাদের দিয়ে করাতে হবে। সরকার সম্পূর্ণ সহায়তা করবে। জমিটা আমরা বীণা পয়সায় দেব। মন্দির নিজেরাই করব। বেসরকারিভাবে যারা সাহায্য করতে চাইবেন তাঁরাও করতে পারবেন।”

বৃহস্পতিবার দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দেন মমতা। সাংবাদিকদের সামনে সে প্রসঙ্গে অকপটে বলেন,” পুজো খুব ভাল দিয়েছি। এখন ট্যুরিস্ট আসা শুরু হয়েছে। আমি অনেকের সঙ্গে দেখাও করেছি। মেঘ ভাঙা বৃষ্টির পর পর্যটইকরা আসছিলেন না। আমরাও এখান থেকে সেই সময় অনেক পর্যককে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছি। প্রায় দেড় হাজার পর্যটককে আমরা সমতলে নিয়ে গিয়েছি। এখন পরিস্থিতি অনুকূল হওয়ায় বহু পর্যটক আসছেন।  এখন দুটো রাস্তা খুলে দেওয়া হয়েছে। তিনধারিয়া ও পাঙ্খাবাড়ি দিয়ে পর্যোটকরা যাতায়াত করছেন। রোহিনীর রাস্তাও ঠিক হয়ে জাবে দিন পনেরোর মধ্যে। আমি সকল পর্যটকদের তাই উত্তরবঙ্গে আসার অনুরোধ জানাচ্ছি।”

গত সোমবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ দুর্গত স্থান পরিদর্শনের পাশাপাশি বিলি করেছে ত্রাণ। ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে বই খাতা, চকলেট, টেডি বিয়ারের মতো খেলনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ