এই মুহূর্তে




ফের ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার প্রধান শিক্ষক




নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: তমলুক ব্লকের খামারচক হাইস্কুলে এসএসসি পরীক্ষা ছাড়াই ২০০৯ সালে শিক্ষক নিয়োগের ঘটনায় ভুয়ো শিক্ষক অয়নকুমার দাসকে(Ayan Kumar Das) গত ১০ই মার্চ গ্রেফতার করেছিল সিআইডি(CID)। অভিযোগ ছিল কোন পরীক্ষা ছাড়াই ২০০৯ সালে স্কুলে নিয়োগ করা হয়েছিল এবং ২০১৯ সাল থেকে নিয়মিত শিক্ষক হিসেবে বেতন পেতেন তিনি। সম্প্রতি শিক্ষকদের নথি ভেরিফিকেশন করার সময় অয়নকুমার দাস ‘ভুয়ো’ শিক্ষক হিসেবে ধরা পড়ে। জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) পলাশ রায় গত ৬ মার্চ তমলুক থানায়(Tamluk P.S.) এফআইআর করেন।উল্লেখ্য, গত বছর শুভেন্দু হাটুয়া নামে খামারচক হাইস্কুলে আরও এক ‘ভুয়ো’ শিক্ষক গ্রেফতার হন। সেই সময় গ্রেফতার হয়েছিলেন এই প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়াও। সেইসঙ্গে ওই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন ডিআই (সেকেন্ডারি) চাপেশ্বর সর্দার। কয়েক মাস জেল খাটার পর চাপেশ্বরবাবু এবং অশোকবাবু জামিন পান। ফের ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডি-র হাতে ধরা পড়লেন খামারচক হাইস্কুলের সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষক।

তাকে হেফাজতে নিল সিআইডি। অপরদিকে,ব্যক্তিগত জমিতে কালভার্ট নির্মাণ নিয়ে আইনের দ্বারস্থ হওয়ায় দু’বছর ধরে চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল গ্রাম কমিটির বিরুদ্ধে।সালিশি সভা করে বয়কটের কথা ঘোষণা করা এবং একঘরে করে রাখার অভিযোগ উঠল গ্রাম কমিটির মাতব্বরদের বিরুদ্ধে।চন্ডিপুরের শ্রীনিবাস সাউ প্রশাসনের আশ্বাসের অপেক্ষায়।পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর থানার ধান্যশ্রী মৌজায় বাঁড়বাকি গ্রামের বাসিন্দা শ্রীনিবাস সাউ শাসক দলের নেতাদের প্রভাবিত গ্রাম কমিটির কোপে পড়ে এখন একঘরে।শাসকদলের দাপুটে নেতাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানালেও অভিযোগ না নেওয়ায় স্থানীয় বিডিও, বিএল আরও থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক এবং জেলার পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েও কোন সূরাহা হয়নি।তার অভিযোগ ধান্যশ্রী মৌজায় একটি খাল সংলগ্ন তার জায়গা রয়েছে। সেই জায়গার উপর জোর করে শাসক দলের নেতারা সরকারি কালভার্ট নির্মাণ করতে গেলে তিনি বাধা দেন এবং এনিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

কেন তিনি আইনের দ্বারস্থ হলেন এই অভিযোগ তুলে জোর করে কালভার্ট নির্মাণের পাশাপাশি ওই জমি সহ আরো কয়েকটি জমিতে চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম কমিটির বিরুদ্ধে। চাষ করার আবেদন জানিয়ে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক থেকে শুরু করে একাধিক জায়গায় তিনি আবেদন করেছেন কিন্তু কোন সূরাহা হয়নি। শ্রীনিবাস সাউ এর পরিবারের সদস্যদের অভিযোগ শুধু চাষ বন্ধ করা নয়, মাঠে লাঙ্গল করতে এলে পাওয়ারটিলার চালককে বাধা দেয়া হয়েছে এমনকি প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি পানীয় জলের সুবিধে থেকে গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে তাদের বয়কট করা হয়েছে। আর এই অভিযোগ উঠেছে চন্ডিপুর পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধক্ষ দিব্যেন্দু ভক্তা ও গ্রাম কমিটির সেক্রেটারি শচীন মাইতি সহ আরো বেশ কয়েকনের বিরুদ্ধে। বিষয়টি গ্রামে সালিশি সভায়ও জানিয়ে দেওয়া হয় গ্রামকে এড়িয়ে আইনের দারস্ত হয়েছেন।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার দাপুটে তৃণমূল নেতারা। তৃণমূল নেতাদের দাবি ওরা বিজেপি করে তাই আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে।এ প্রসঙ্গে চন্ডিপুর ব্লকের বিডিও জানান, তার কাছে তার সময়কালে এরকম অভিযোগ আসেনি যদি আসেন তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কুকুরের চিৎকারে প্রাণরক্ষা একরত্তির, জমিদারবাড়ির বাগানে সদ্যোজাত উদ্ধারে চাঞ্চল্য

জাফরাবাদের বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১, ধৃত বেড়ে ৫

তিস্তার ঘোলা জলে সঙ্কটে শিলিগুড়িবাসী, প্রকল্পে ক্ষতির সম্ভাবনা

লাল কালিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে শোরগোল বাঁকুড়ায়, তদন্তে নেমেছে পুলিশ

শালবনিতে রেলগেটে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, গুরুতর জখম ১৫

পহেলগাঁও হামলার জের, রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, নজরে সীমান্ত

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর