এই মুহূর্তে




সংখ্যালঘু অধিকার দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, তুলে ধরলেন কাজের খতিয়ানও

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় সব ধর্মকেই সমান চোখে দেখা হয়। ধর্ম যার যার উৎসব সবার—এই স্লোগান বারবার শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবার সেটা নিজেই প্রমাণ দিলেন। সংখ্যালঘু অধিকার দিবসে একদিকে জানালেন শুভেচ্ছা অপরদিকে তুলে ধরলেন তাঁর সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করা কাজের খতিয়ানও। যা এককথায় মাস্টারস্ট্রোক। কারণ সদ্য তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর দাবি করেছেন, এই সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কাজ করেনি। বরং বোকা বানিয়েছে। সেখানে আজ বৃহস্পতিবার যে তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী তাতে হুমায়ুনের মিথ্যাচার ফাঁস হয়ে গেল।

মুখ্যমন্ত্রীকে দেখা যায় কালী পুজো করতে। দুর্গাপুজোয় বিশেষ অনুদান দিতে এবং মণ্ডপ উদ্বোধন করতে। আবার সংখ্যালঘু সম্প্রদায়ের ইদ উৎসবে যোগ দিতেও দেখা যায়। গুরু নানকের জন্মদিনে গুরুদ্বোয়ারাতেও যান। আর বড়দিনে গির্জাতে যেতেও ভোলেন না। এবার সংখ্যালঘু অধিকার দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন কাজের খতিয়ান। মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌সকলকে জানাই সংখ্যালঘু অধিকার দিবসের আন্তরিক শুভেচ্ছা। এটা আমার গর্ব, সংখ্যালঘু উন্নয়নে আমাদের সরকার অভূতপূর্ব কাজ করেছে এবং করে চলেছে। সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট ১০ গুণের বেশি বৃদ্ধি করা হয়েছে—২০১০–১১ সালের ৪৭২ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫–২৬ সালে ৫ হাজার ৬০২ কোটি টাকার বেশি হয়েছে।’‌

এদিকে এখানেই যে থেমে থাকেনি মা–মাটি–মানুষের সরকারের উন্নয়ন সেটাও তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‌সংখ্যালঘু স্কলারশিপের ক্ষেত্রে দেশের মধ্যে বাংলা ১ নম্বর। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের টাকায় ‘ঐক্যশ্রী’ স্কলারশিপ চালু করা হয়েছে। ২০১১ সাল থেকে প্রায় ১০ হাজার ২০৮ কোটি টাকা ব্যয়ে ৪ কোটি ৮৫ লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ প্রদান করা হয়েছে। দেশের ভিতরে বা বাইরে উচ্চশিক্ষার জন্য সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ৩০ লক্ষ টাকা পর্যন্ত এডুকেশন লোন দেওয়া হচ্ছে। গত প্রায় ১৫ বছরে ৪০ হাজার মতো সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রায় ৩২৭ কোটি টাকার এডুকেশন লোন দেওয়া হয়েছে। এছাড়াও, রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা।’‌

 

অন্যদিকে সংখ্যালঘু–সহ ওবিসি এবং দরিদ্র ছাত্রছাত্রীদের জন্যও কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ সেই তথ্যও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে রাজ্যের প্রশাসনিক প্রধান তুলে ধরেছেন, ‘‌সংখ্যালঘু সহ ওবিসি ছাত্রছাত্রীদের জন্য ‘মেধাশ্রী’ প্রকল্প চালু করা হয়েছে। ২০১১ থেকে এখনো পর্যন্ত সংখ্যালঘু যুবক যুবতী ও স্বনির্ভর গোষ্ঠীর মেম্বারদের স্বনির্ভর হবার লক্ষ্যে ১৬ লক্ষ ৩১ হাজার উপভোক্তাকে ৩ হাজার ৯২৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। MSDP প্রকল্প রূপায়ণে দেশের মধ্যে বাংলা ১ নম্বর। আমাদের দায়িত্বকালে, এই প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি খরচ করে সংখ্যালঘু প্রধান এলাকায় প্রায় ২ লক্ষ পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। রাজ্য সরকারের নিজস্ব অর্থে IMDP প্রকল্পে ১৪টি জেলার ৩২টি ব্লকের সংখ্যালঘু প্রধান এলাকায় ৭৪৫ কোটি টাকার বেশি ব্যয়ে পরিকাঠামো উন্নয়নের কাজ করা হয়েছে। MSDP এবং IMDP ছাড়াও, আরো প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে অন্যান্য সংখ্যালঘু-প্রধান এলাকায় পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। ’‌

এছাড়া মুখ্যমন্ত্রী নিজের লেখায় দাবি করেছেন, ‘‌সংখ্যালঘু দুঃস্থ মহিলাদের গৃহনির্মাণের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে মঞ্জুর করা হচ্ছে। এখনো পর্যন্ত ২ লক্ষ ৬০ হাজার ২৭ জনকে ২ হাজার ৪৫৬ কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। ১৪টি জেলায় ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা স্থাপন করা হচ্ছে। ৩৮টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন করা হচ্ছে। ২৩৫টি সরকার–স্বীকৃত আনএইডেড জুনিয়র হাই মাদ্রাসাকে শিক্ষক/অশিক্ষক কর্মচারীদের মাসিক সাম্মানিক দেওয়ার জন্য সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় প্রকল্প চালু করা হয়েছে। এছাড়াও, আরো ৭০০টি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ চলছে। ইতিমধ্যেই আরো ৩৬৬টি মাদ্রাসাকে আনএইডেড মাদ্রাসা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ৩৬৬টি মাদ্রাসার শিক্ষক/অশিক্ষক কর্মচারীদেরকেও মাসিক সাম্মানিক দেওয়ার জন্য অর্থসাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬৩৮টি মাইনরিটি হোস্টেল স্থাপন করা হচ্ছে। প্রত্যেক ছাত্রকে বছরে ১০ হাজার টাকা (১০০০ টাকা করে ১০ মাস) Maintenance Allowance দেওয়া হচ্ছিল। সম্প্রতি এটি বাড়িয়ে বছরে ১৮ হাজার টাকা (১৮০০ টাকা করে ১০ মাস) করা হয়েছে।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দু’টি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগে এবার ভোটারকে শোকজ ল্যাজেগোবরে হওয়া কমিশনের

‘আমার সুনাম নষ্ট করা হচ্ছে’, মেসির দলের ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ সৌরভের

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

৫ লক্ষ টাকা পণ দিতে না পারায় ২২ বছরের তরুণীকে পিটিয়ে হত্যা, বারাসতে গ্রেফতার স্বামী

দুর্গা অঙ্গনের শিলান্যাস কবে? বাণিজ্য সম্মেলনের মঞ্চে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘সব ধর্মের অনুষ্ঠান পালন করি’, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ