23ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:40 am
নিজস্ব প্রতিনিধি: দুয়ারে সরকার শিবির থেকে ডেঙ্গু নিয়ে সতর্কতা এবং সচেতনতা চালানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়া জেলার রানাঘাটে প্রশাসনিক সভা থেকে এই নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
এদিন রানাঘাটের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্য সচিবও। সভা চলাকালীন মুখ্যমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিশেষ ভাবে স্বাস্থ্য সচিব এনএস নিগমের কাছে জানতে চান। একইসঙ্গে এদিন প্রশাসনিক প্রধান নির্দেশ দেন, ডেঙ্গু নিয়ে কোনও ভুল তথ্য যাতে না ছড়ায় সেই দিকেও নজর রাখার জন্য।
উল্লেখ্য রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন কোথাও না কোথাও ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হচ্ছে। যার ফলে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষ-সহ স্বাস্থ্য কর্তাদের মধ্যেও। যদিও ডেঙ্গু নিয়ে সচেতনতায় কোনও খামতি রাখছে না রাজ্য সরকার। প্রশাসনের তরফে মানুষকে সচেতন করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মশা নিধনে ব্লিচিং পাউডার, মশা মারার তেল দেওয়া হচ্ছে। এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে ডেঙ্গু সচেতনতার বার্তা দেওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত ডেঙ্গু মোকাবিলায় সম্প্রতি নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করার নির্দেশ দেন তিনি। নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ইতিমধ্যে জেলায় জেলায় স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ টিম পাঠানো হয়েছে। এই দলের কাজ মূলত, এলাকায় এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা। পাশাপাশি নির্দিষ্ট জেলায় কেমনভাবে চলছে ডেঙ্গুর চিকিৎসা, ফিভার ক্লিনিক কেমন চলছে, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে ওই দল।