24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:13 am
নিজস্ব প্রতিনিধি: কাঁথি টেন্ডার দুর্নীতি মামলার তদন্তে নেমে এবার সিবিআই তলব করল মূল অভিযোগকারিনী কাকলি পাণ্ডাকেই। তলব করা হল তাঁর স্বামী শান্তনু পাণ্ডাকেও। উল্লেখ্য, শান্তনু কাঁথি পুরসভার ইঞ্জিনিয়র। এদিন আবারও তলব করা হয়েছে কাঁথি থানার সাব ইন্সপেক্টর অনির্বান রায়কে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নিজাম প্যালেসে এসেছেন শান্তনু এবং কাকলি। এর আগেও বাড়ি গিয়ে সিবিআই আধিকারিকরা বয়ান রেকর্ড করেছিল কাকলির। প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কাকলি। তাঁর অভিযোগ ছিল রামচন্দ্র পাণ্ডার বিরুদ্ধে। তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভিযোগ, একটি রাস্তার কাজ শেষ না করেই টাকা নিয়েছিলেন রামচন্দ্র। আরও অভিযোগ, রামচন্দ্র নিজেকে ঠিকাদার দাবি করলেও তাঁর কোনও শংসাপত্র নেই। অভিযোগের ওপর ভিত্তি করে তাঁকে গত ২৭ ডিসেম্বর গ্রেফতার করেছিল কাঁথি থানার পুলিশ। বয়ান রেকর্ড করেছিলেন পুলিশ আধিকারিকরা। তবে পরবর্তী কালে জামিন পান অভিযুক্ত।
সূত্রের খবর, আজ ফের শান্তনু এবং কাকলির বয়ান রেকর্ড করা হতে পারে। মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে কাঁথি থানার এসআইকে।