27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:04 pm
নিজস্ব প্রতিনিধি: বামেদের আগে দল চালানো নিয়ে ভাবতে হত না। নিয়মিত পার্টি তহবিলে জমা পড়ত জনপ্রতিনিধিদের টাকা। এখন আর সেই দিন নেই। ক্ষমতায় না থাকলেও আছে দল। আর দল চালাতে প্রয়োজন টাকা। আবার সামনেই পঞ্চায়েত নির্বাচন। এবার তাই নয়া পদ্ধতিতে দলের তহবিলে টাকা জমা করার আবেদন জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
বাম জনপ্রতিনিধিদের টাকাও ‘পার্টি গাইডলাইন’ মেনে ঠিকঠাক জমা পড়ছে না। কমেছে অনুদানও। তবু নিয়মিত দলের কার্যকলাপ চালাতে প্রয়োজন হয় টাকা। তাই অনুদান প্রার্থনা করছে বাম দল। তবে এবার নয়া পদ্ধতি। কেউ অনুদান দিতে চাইলে তা পাঠাতে পারেন কিউআর কোড স্ক্যান করেই। সমাজমাধ্যমে এবং বিভিন্ন মেসেঞ্জার অ্যাপে পাঠানো হচ্ছে সেই ছবি।
সাংবাদিক বৈঠক করে মহম্মদ সেলিম সেই কথাই জানিয়েছেন। হাতে তুলে দেখিয়েছেন সেই কিউআর কোডের ছবিও। উল্লেখ্য, এই অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গ সিপিআইএমের (CPIM)। আবেদন জানানো হয়েছে, ‘মুক্ত হস্তে দান’ করার জন্য। প্রসঙ্গত, বেশ কয়েকমাস আগেও জনপ্রতিনিধি এবং সদস্যদের দলের তহবিলে নিয়ম মেনে টাকা জমা দিতে বলা হয়েছিল। অনেকেরই বাকি রয়েছে টাকা। সেই ঘাটতিই মেটাতে চাইছে দল। নয়া আবেদনে কত টাকা ওঠে পঞ্চায়েত নির্বাচনের আগে, তা সময় বলবে।