24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:07 am
নিজস্ব প্রতিনিধি: দার্জিলিঙ পুরসভার (Darjeeling Municipality) দখল নিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) (BGPM)। পুরসভা হাত ছাড়া হয়ে গেল হামরো পার্টির। বুধবার আস্থা ভোট অনুষ্ঠিত হয় দার্জিলিঙ পুরসভায়। সেই ভোটে পুরসভার ৩২টা আসনের মধ্যে অনীত থাপার বিজিপিএম দখল করে নেয় ১৬টি আসন।
সূত্রের খবর, দার্জিলিঙ পুরসভায় বুধবারের আস্থা ভোটে অজয় এডওয়ার্ডের হামরো পার্টির কাউন্সিলররা অংশ গ্রঝণ করেননি। উপস্থিত ছিলেন না গোর্খা জনমুক্তি মোর্চার কাউন্সিলররাও। আস্থা ভোটে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ১৪ জন কাউন্সিলর আর তৃণমূলের ২ জন কাউন্সিলর অংশ নেন। ৩২ আসন বিশিষ্ট এই পুরসভায় সংখ্যা গরিষ্ঠ হওয়ায় জয়ী হয়ে যায় বিজিপিএম ও তৃণমূল জোট।
উল্লেখ্য দার্জিলিঙ পুরসভায় মোট ৩২টি আসনের মধ্যে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ১৮টি আসনে জয়লাভ করেছিল। বিজিপিএম পেয়েছিল ৯টি আসন। আর বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ৩টি ও তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২টি আসন। কিন্তু সম্প্রতি অনীত থাপার দল বিজিপিএম থেকে এক কাউন্সিলর ইস্তফা দেন। পাশাপাশি হামরো পার্টি থেকে ৬ কাউন্সিলর বেরিয়ে যোগ দেন বিজিপিএমে। দার্জিলিঙ পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরও সমর্থন জানায় বিজিপিএমকে। এই সমীকরণের উপর ভর করেই মোট ১৬টি আসন নিয়ে বোর্ড গঠন করল বিজিপিএম। অন্যদিকে এই আস্থাভোট মানতে পারছে না হামরো পার্টি। বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তারা। সূত্রের খবর দার্জিলিঙ পুরসভা দখলের পর আগামী সপ্তাহেই কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন অনীত থাপা।