27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:17 am
নিজস্ব প্রতিনিধি: ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু রাজ্যে। এবার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হল। এই ঘটনাকে কেন্দ্র করে আশঙ্কা ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া বধূর নাম সোমা দাস। ২৫ বছর বয়স তাঁর। উত্তর চব্বিশ পরগনা জেলার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সোমা দাসের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন সোমা। এরপর পরীক্ষা নীরিক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে তাঁর। চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাঁকে মঙ্গলবার বারাসাত হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে চিকিৎসা শুরু হলেও ক্রমশ অবস্থার অবনতি হতে শুরু করে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই গৃহবধূকে এরপর শুক্রবার কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয় ওই গৃহবধূর। সোমা দাসের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গুর কথা উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত রাজ্যে ডেঙ্গু রুখতে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলায় জেলায় এবং কলকাতা শহরে বাড়ি বাড়ি নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। শনিবার রাজ্যের মুখ্যসচিব সমস্ত জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সেখানেই নির্দেশ দেন তিনি। ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে ডেঙ্গু মোকাবিলায় মশা নিধন-সহ পরিস্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হচ্ছে। শনিবার বৈঠকে কলকাতা পৌরসভার কমিশনারকে শহরের বাড়িগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন মুখ্যসচিব।