33ºc, Haze
Monday, 4th July, 2022 2:59 pm
নিজস্ব প্রতিনিধি: ফের কাশ্মীরে কাজ করতে গিয়ে মৃত্যু বাংলার শ্রমিকের। কাশ্মীরে একটি পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তাঁর। মৃত শ্রমিকের দেহ মঙ্গলবার রাতেই মালদহের খোদমালঞ্চ গ্রামে এসে পৌঁছতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শ্রমিকের নাম নবাব শরীফ। ২২ বছর বয়স তাঁর। মৃত ওই শ্রমিক মালদহ জেলার গাজোল ব্লকের খোদমালঞ্চ গ্রামের বাসিন্দা। কাশ্মীরে কাজে গিয়ে ম্যাটাডোর দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। বাড়িতে কফিনবন্দী দেহ পৌঁছতে কানান্য ভেঙে পড়েন তাঁর বাবা মনিরুল হক। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও সাত শ্রমিক। আহতদের নাম যথাক্রমে আনিসুর রহমান (৩৫), মজিবর রহমান (৪৫), ইস্টাব আলি (৫০) শহিদুর রহমান ৫০), জাফর আলী (২৭) আবু কালাম (২৫), আনসুর রহমান (৫২)। প্রত্যেকের বাড়ি চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামে। গুরুতর আহত শ্রমিকরাও বিমানে করে চাঁচলের নিজের গ্রামে ফিরেছে। ঘটনার খবর পেয়ে বুধবার মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি। গত রবিবার কাশ্মীরে গিয়ে ধান রোপণের কাজে যোগ দেন। সেদিন ধানের বীজ ট্রাকে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায়। আর তার জেরে মৃত্যু হয় নবাবের। পাশাপাশি আহত হন সাত জন শ্রমিক। ঘটনার পর উদ্ধার করে তাদেরকে বিএসএফ জওয়ানরা স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এর পর আহতদের ফেরানো হল গ্রামের বাড়িতে।