এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

প্রচারের আলো চাই, দিলীপ শেষে নর্দমা আর শৌচালয়ের উদ্বোধনে

নিজস্ব প্রতিনিধি: দল তাঁকে আর সেভাবে পাত্তা দেয় না। নিত্যদিন ইকো পার্কের মর্নিং ওয়াকেও ভিড় কমছে। সত্যি করে বলতে গেলে, করে বেড়ানোরও কিছু নেই। শেষে মিডিয়ার আলো টানার জন্য টয়লেট আর নর্দমার উদ্বোধন করতে চলেছেন তিনি। আর সেটাও কিনা এমন একটা দিনে সেদিন জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছ ট্রোলড হওয়ার পালা। তবে শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, কটাক্ষ ধেয়ে আসছে রাজ্যের শাসক দলের তরফেও। আর হাসাহাসি করছেন তাঁর নিজের দলের নেতা থেকে কর্মীরাই। আর কিছু জুটল না, দলের প্রাক্তন রাজ্য সভাপতি কিনা শৌচাগার আর নর্দমার উদ্বোধন করে বেড়াচ্ছে। নজরে দিলীপ ঘোষ(Dilip Ghosh), যিনি আগামী মঙ্গলবার মেদিনীপুর(Midnapur) শহরে শৌচাগার ও নর্দমা উদ্বোধনের কর্মসূচি হাতে নিয়েছেন। ঘটনাচক্রে এই দিনেই আবার জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

জানা গিয়েছে, আগামী মঙ্গলবার মেদিনীপুর শহরে ঠাসা কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। সেদিন সকাল সাড়ে ৯টা নাগাদ মেদিনীপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রথমে একটি যাত্রী প্রতিক্ষালয়ের উদ্বোধন করবেন তিনি। তারপর বটতলা এলাকায় একটি সাব মার্সিবল পাম্প পরিদর্শন করার কথা। বেলা ১১টা নাগাদ শহরের ২৫ নম্বর ওয়ার্ডে ফ্লাইওভারের কাছে একটি নর্দমা উদ্বোধন করবেন তিনি। বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁতিগেড়িয়া এলাকায় একটি হাইড্রেনেরও উদ্বোধন করার কথা দিলীপবাবুর। বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি শহরের ২৩ নম্বর ওয়ার্ডে একটি আইসিডিএস কেন্দ্রে একটি টয়লেটের উদ্বোধন করবেন। এরপর দুপুর ১টা নাগাদ শহরের সূর্যনগরে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সেরে ভাতঘুম দিয়ে বিকেল ৪টা নাগাদ শহরের মণ্ডল মাঠ এলাকায় আরও একটি নর্দমার উদ্বোধন করবেন দিলীপবাবু। আর এখানেই প্রশ্ন উঠছে, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদ বা সাংসদ পদ কী এতটাই লঘু যে সারাদিন শুধু নর্দমা আর শৌচাগার উদ্বোধন করে বেড়াতে হবে। এই প্রশ্ন উঠেছে খোদ বিজেপির অন্দরেই।

বিষয়টি নিয়ে বিজেপিকে(BJP) কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা সুজয় হাজরা কটাক্ষের সুরে বলছেন, ‘ওই দিন যে হেতু মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে, তাই দিলীপবাবুও ছিটেফোঁটা প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন। প্রচারে ভেসে থাকার চেষ্টার করছেন। আর কোন কাজ নেই, শেষে নর্দমার উদ্বোধন!’ তৃণমূলের কটাক্ষের জবাব দিতে গিয়ে বিজেপির মেদিনীপুর জেলার সহ-সভাপতি অরূপ দাসের বক্তব্য, ‘এক জন সাংসদের কর্মপদ্ধতির গভীরতা কতটা, তা বোঝার এবং জানার অভিজ্ঞতা নেই বলেই এমন মন্তব্য করছেন তৃণমূল নেতারা। ওঁর সাংসদ তহবিলের টাকায় যে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তার উদ্বোধন এবং বিভিন্ন প্রকল্প পরিদর্শন করতে আসা এক জন সাংসদের দায়িত্বের মধ্যেই পড়ে। তাই উনি আসছেন।’ যদিও এত সহজ ব্যাখা মানতে পারছেন না খোদ বিজেপির নেতা ও কর্মীরাই। কেননা দিলীপ ঘোষ সেই নেতাই যার আমলে বাংলায়(Bengal) বিজেপি ১৮জন সাংসদ পেয়েছে, ৭৭জন বিধায়ক পেয়েছে। বঙ্গ বিজেপিতে তার থেকে অতিবড় সফল রাজ্য সভাপতি আর কেউ নেই। সেই তিনিই কিনা নর্দমা আর শৌচাগার উদ্বোধন করে বেড়াবেন, আর কোনও কাজ নেই! বিজেপির নেতা থেকে কর্মী মায় সমর্থকদের ক্ষোভ এখানেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

কাঁচালঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন, নদিয়ার শেখর সিকদারের কীর্তিতে হতবাক সকলে

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর