-273ºc,
Sunday, 4th June, 2023 8:30 am
নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রত্যন্ত মৌসুনি সবুজ দ্বীপে আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার(Duyarea Sarkar)। এদিন প্রত্যন্ত এলাকায় রাজ্য সরকারের একাধিক পরিসেবা পৌছে দিতে দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধন করলেন জেলাশাসক(DM) সুমিত গুপ্তা। এদিন নামখানা ব্লকের মৌশুনী দ্বীপে কো-অপারেট হাইস্কুলে প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে ষষ্ঠ তম দুয়ারে সরকারের উদ্বোধন করেন জেলা শাসক সুমিত গুপ্তা।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(ডেভেলপমেন্ট) শঙ্কর সাতরা, এসডিপিও সাগর দীপাঞ্জন চ্যাটার্জি, বিডিও নামখানা শান্তনু সিংহ ঠাকুর, এসডিও অরণ্যা বন্দ্যোপাধ্যায়, তথ্য সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা মালি মন্ডল সহ একাধিক ব্যাক্তিত্বরা। এদিনের দুয়ারে সরকারের মঞ্চ থেকে একাধিক উপভোক্তাকে মৎস্যজীবি কার্ড, এসটি, এসসি সার্টিফিকেট সহ একাধিক পরিসেবা প্রদান করা হয়।
এদিন দুয়ারে সরকার ক্যাম্পে(Duyera Sarkar Camp) উপস্থিত জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, সারা রাজ্যের সাথে দক্ষিন ২৪ পরগনা জেলায় ষষ্ঠ তম দুয়ারে সরকার আজ থেকে শুরু হলো। আজ দক্ষিন ২৪ পরগনা জেলার প্রত্যন্ত এলাকা নামখানা ব্লকের মৌসুনি দ্বীপে দুয়ারে সরকার ক্যাম্পে আমি এসেছি, রাজ্য সরকারের ১৭টি দপ্তরের সহযোগীতায় প্রায় ৩৩ রকমের সরকারি সুবিধে সাধারণ মানুষের মধ্যে পৌছে দিতে বদ্ধ পরিকর। এছাড়াও এই ক্যাম্পের পাশাপাশি থাকছে ভ্রাম্যমান দুয়ারে সরকার ক্যাম্প, এই ভ্রাম্যমান দুয়ারে সরকার ক্যাম্প যেমন থাকছে স্থলপথে, তেমিনই থাকছে জল পথেও। এই ভ্রাম্যমান ক্যাম্প মানুষের দুয়ারে পৌছে পরিসেবা প্রদান করবে বলে জানান জেলা শাসক সুমিত গুপ্তা।