এই মুহূর্তে




চাকদহে জাল পাসপোর্ট মামলায় ইডির হানা, আটক ৩

নিজস্ব প্রতিনিধি, চাকদহ : টিনের ছাউনি দেওয়া মাটির বাড়ি। সকাল সকাল সেই বাড়িতেই হাজির ইডি আধিকারিকরা। নদিয়ার চাকদহে ইডির হানায় প্রশ্ন উঠতে শুরু করেছে, মাটির বাড়িতে কী রয়েছে? পুজো মিটতেই ফের অ্যাকশন মুডে ইডি। সপ্তাহের শুরুতেই আসরে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর। সোমবার সাত সকালে নদিয়ার চাকদহে এক কাঠের মিস্ত্রির বাড়িতে হানা দিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। ওই মিস্ত্রির নাম বিপ্লব সরকার। জাল পাসপোর্ট তৈরির তদন্তে আসরে নেমেছে তদন্তকারী সংস্থা। জাল পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে বিপ্লব সরকারের বিরুদ্ধে।

জানা গিয়েছে, পেশায় কাঠের মিস্ত্রি বিপ্লব সরকার। সোমবার সকালে চাকদহের পরারি গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে যান ইডি আধিকারিকরা। আদ্যোপান্ত সাধারণ একটা বাড়ি। নেই জাঁকজমক। নেই বিলাসিতা। সকালে সেই বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করেন ইডি আধিকারিকরা। তারপরেই বাড়িতে ঢুকে চলে তল্লাশি। দীর্ঘক্ষণ ধরে নথি পাসপোর্ট সমস্ত কিছু খতিয়ে দেখে ৩জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, বিপ্লব সরকার ও তার ভাই বিপুল সরকার ও তাদের বাবাকে আটক করা হয়েছে। বাড়িতেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে। তার সূত্র ধরেই উত্তর ২৪ পরগনা ও নদিয়ার গেদে সীমান্তে তল্লাশি চালিয়েছিল। তখনই বিপ্লব সরকারের নাম উঠে আসে। সম্প্রতি নদিয়া থেকে ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল পাসপোর্ট জালিয়াতির মামলায়। এবার আরও জোরদার হয়ে পথে নেমেছে কেন্দ্রীয় তদন্তরকারী সংস্থা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র, কমিশনে অভিযুক্তের শ্বশুর

আইনজীবীর চেম্বারে আইন পড়ুয়ার ঝুলন্ত দেহ, পলাতক অভিযুক্ত

মেয়াদোত্তীর্ণ ভিসা সহ পাক-আফগান-বাংলাদেশী নাগরিকদের খোঁজে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ