এই মুহূর্তে




খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি,ফাঁসিদেওয়া: খড়িবাড়ির পর এবার শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ির বিধাননগরে জাল শংসাপত্র বানাবার অভিযোগ রয়েছে। ধৃতের নাম সুব্রত ঘোষ ওরফে লিটন।

জানা গিয়েছে, দীর্ঘ ৪ বছর ধরে পাইকপাড়া এলাকায় অনলাইনের দোকান চালাত লিটন। বিধাননগরের শান্তিপাড়ার বাসিন্দা সে। গোপনে খবর পেয়ে বুধবার রাতে বিধাননগরের পাইকপাড়া এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। যৌথভাবে তাঁরা অভিযান চালিয়েছিল। ওই দোকানে তল্লাশি চালাতেই চক্ষু চরকগাছ পুলিশকর্মীদের। ওই অনলাইন দোকানের আড়ালে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র বানাবোর কাজ চলত। এরপরেই এই ঘটনায় দোকানের মালিক সুব্রত ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। বিগত ৪ বছর ধরে এই ডাল শংসাপত্র বানালার কাজ হচ্ছিল কিনা সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা।

প্রসঙ্গত খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট চক্রের হদিশ পেয়ে পুলিশ ওই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে। এবং সেই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে রয়েছে সুব্রত ঘোষ নামে এই যুবক। জানা গিয়েছে, ধৃতের দোকান থেকে দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ, রেটিনা স্ক্যানার, থাম্প স্ক্যানার, পেন ড্রাইভ, ১০টি সরকারি সিল সহ একাধিক জাল শংসাপত্র বাজেয়াপ্ত করেছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে দার্জিলিং জেলা পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ