-273ºc,
Friday, 2nd June, 2023 9:18 pm
নিজস্ব প্রতিনিধি: শীতের রাতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বুধবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদম নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সীমানা প্রাচীরের পাশেই চলল রাতভর চটুল নৃত্যের আসর। আসরে প্রায় অর্ধনগ্ন পোশাকের মহিলারা দর্শকদের মনোরঞ্জনের জন্য অশ্লীল নাচ করেন বলে অভিযোগ। আসরের অবাধ প্রবেশ করছে এলাকার শিশু থেকে বৃদ্ধ। গোটা ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে এই ধরণের নাচের আসর বসে।
যদিও হরদম নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরাও এর সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে তাঁদের দাবি, রাতের বেলা স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকে, তাই কোনও রোগী ছিল না ওই সময়। স্থানীয়দের দাবি, এই চটুল নাচের আসর ঘিরে এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে। তবে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদম নগরে একটি চটুল নৃত্যের আসর ঘিরে মদ ও জুয়ার ঠেকের কয়েকটি ভিডিও সামনে এসেছে। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায় মণ্ডপটি রয়েছে। ফাঁকা মাঠে যত্রতত্র পড়ে রয়েছে ভাঙা মদের বোতল। তাস-সহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী ও আরও কিছু দুষ্কর্মের সামগ্রী।
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই অশালীন হিন্দি গানের সঙ্গে চটুল নাচের আসর ও জুয়ার আড্ডা বসায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, এর পিছনে শাসকদলের মদদ রয়েছে। কিন্তু এ প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি হজরত আলী জানান, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওই এলাকায় একটি চটুল নাচ গানের আসর বসেছে ঠিকই। তবে এই ধরনের নোংরা সংস্কৃতিকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। মিথ্যা বদনাম রটানোর জন্য বিজেপি এসব অভিযোগ তুলছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, কে বা কারা এই নাচের আসর বসিয়েছিল তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে পুলিশ।