32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:38 pm
নিজস্ব প্রতিনিধি: বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। শনিবার ভোরে কালিম্পং জেলার মংপংয়ের কাছে রুংডুং সেতুতে এই দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে গাড়ির চালককে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার ভোরে বানারহাট থেকে ফিরছিল ৬-৭ জন। ফেরার পথে ভোর ৫টা নাগাদ মালবাজারের ওদলাবাড়ির কাছে রুংডুংয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আচমকা। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে সেটি নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। স্থানীয় ও পথচলতি মানুষজন তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান। জখম যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে নিয়ে যাওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে আশঙ্কাজনক অবস্থা গাড়ির চালকের। গাড়ির চালক-সহ অন্যান্য আহতদের চিকিৎসা চলছে। শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছে চালককে।
অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় মালবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে শিলিগুড়ির বিদ্যাচক্র কলোনির বাসিন্দা রয়েছেন। কলকাতারও বাসিন্দা রয়েছেন। সূত্রের খবর দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিলেন মুর্শিদাবাদের বেলডাঙারও ২ জন। হাসপাতালের চিকিৎসক জানান, রুংডুং ব্রিজে গাড়ি দুর্ঘটনায় সাতজনের মতো আহত হন। ২ জন মারা যান ঘটনাস্থলে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ২ জনের অবস্থা খুবই খারাপ ছিল। পরে খবরে জানতে পারি একজন মারা গিয়েছেন। আরেকজনের অবস্থা খুবই খারাপ, আইসিইউতে ছিলেন। পরে তিনিও মারা যান বলে জানা গিয়েছে।