এই মুহূর্তে




রাম নাম নিয়ে এপার বাংলার সীমান্তে হাজির ওপার বাংলার শয়ে শয়ে মানুষ, চাইছেন আশ্রয়

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের(Bangladesh) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা। আর তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলার পরিস্থিতি। শয়ে শয়ে মানুষ খুন হচ্ছেন, গুম হচ্ছেন। শুধু যে আওয়ামী লীগের নেতা বা সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন তাই নয়, আক্রান্ত হচ্ছেন সে দেশে বসবাস করা হিন্দুরাও। আর সেই কারণেই শয়ে শয়ে মানুষ এসে হাজির হচ্ছেন এপার বাংলার(West Bengal) সীমান্তে। গত বুধবার থেকে এপার বাংলার ভারত-বাংলাদেশ সীমান্তে সেই সব মানুষদের ভিড় ক্রমশই বেড়ে চলেছে। যদিও বিএসএফ জওয়ানরা কঠোর ভাবে সীমান্ত পাহার দিয়ে চলেছেন বলে ওই সব মানুষেরা শত চেষ্টা করেও এদেশে ঢুকে পড়তে পারছেন না। শেষে ভারতে ঢোকার ছাড়পত্র দিতে তাঁরা এখন ‘জয় শ্রীরাম’ শ্লোগান তুলছেন আর দিচ্ছেন ‘শেখ হাসিনা জিন্দাবাদ’ ধ্বনি।

আরও পড়ুন স্কুল থেকে বাড়ি না ফিরে পুকুরে স্নান, তলিয়ে গেল ২ পড়ুয়া

বাংলাদেশ ছেড়ে ভারতে(India) আশ্রয় চেয়ে সীমান্তে(Border Area) নিত্যদিন জড়ো হচ্ছেন শয়ে শয়ে মানুষ। এখন কার্যত কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনার সীমান্তে কয়েক হাজার বাংলাদেশী নাগরিক ভিড় জমিয়েছেন এদেশে ঢোকার জন্য। যদিও সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির জন্য তাঁরা এদেশে পা রাখতে পারেননি। সীমান্তেই তাঁদের আটকে দিয়েছে বিএসএফ। তবে জ়িরো পয়েন্টে দাঁড়িয়েই আছেন ওই শরণার্থীরা। তাঁরাই এখন ভারতে ঢোকার ছাড়পত্র পেতে অভিনব পদ্ধতির আশ্রয় নিচ্ছেন। যেহেতু ভারতে এখন নরেন্দ্র মোদির সরকার রয়েছে এবং তিনি বিজেপির নেতা সেই কারণে সীমান্তে জড়ো হওয়া ওই সব মানুষেরা ‘জয় শ্রীরাম’ শ্লোগান দিতে শুরু করেছেন, এই ভেবে যদি সেই শ্লোগান শুনে বিএসএফের জওয়ানরা তাদের এদেশে ঢোকার ছাড়পত্র দিয়ে দেয়। যদিও তাতেও নরম হননি দেশের সীমান্তরক্ষী বাহিনীর(BSF) সেনারা।  

আরও পড়ুন বিনেশের প্রসঙ্গ টেনে অলিম্পিক্সে মেয়েদের তিরন্দাজিতে পদক জয়ের স্বপ্ন দেখালেন মমতা

গত সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে রয়েছেন। তার পরেই বাংলাদেশের একাধিক জায়গায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বাড়িঘর ভাঙচুর, লুটের অভিযোগ উঠেছে সে দেশের নানা জায়গায়। এমতাবস্থায় বাংলাদেশিদের অনেকেই ভিটে ছেড়ে ভারতে আশ্রয়ের জন্য চলে আসছেন। তাঁরাই এখন ভারতে ঢোকার অনুমতি চাইছেন। প্রাথমিক ভাবে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে কথা বলে তাঁদের ফেরত পাঠায় বিএসএফ। কিন্তু ফের ফেরত আসছেন তাঁরা। জিরো পয়েন্টের মাটিতে দাঁড়িয়েই তাঁরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নামে জয়ধ্বনি দেওয়ার পাশাপাশি ‘জয় শ্রীরাম’ শ্লোগান দিতেও শুরু করে দিয়েছেন। কেউ কেউ ‘ভারত মাতা কী জয়’ বলেও শ্লোগান দিচ্ছেন। যদিও শেষ পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারেননি তাঁরা। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না এই সব মানুষেরা। সীমান্তে দাঁড়িয়ে তাই তাঁরা ভারতের আশ্রয় ভিক্ষা করছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিউটাউনে জনবহুল এলাকার ফুটপাত থেকে রক্তাক্ত যুবককে উদ্ধার করল পুলিশ

বহরমপুরে ভাগিরথী নদী থেকে নিখোঁজ নার্সের দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

রাজ্যের সব Smart Panchayat’র সব বাড়ি পাবে Unique Identification Number

আরজি কর কাণ্ডের তদন্তে আমজনতার সাহায্য চাইল সিবিআই

১০ বছরের সমস্যা মিটে গেল ১০ দিনেই, নেপথ্যে অভিষেক, জমির দখল পেল ১৬ পরিবার

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের জেরে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর