এই মুহূর্তে

তিনদিনের ক্ষিতিজ উৎসব পালন করতে চলেছে আইআইটি খড়গপুর

নিজস্ব প্রতিনিধি:‌ ক্ষিতিজ উৎসব হল একটি শীর্ষস্থানীয় শিক্ষাগত ও প্রযুক্তিগত উদ্যোগ, যা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে, উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং অভিজ্ঞতামূলক শিক্ষাকে উৎসাহিত করতে উদ্যোগ নেওয়া হয়। এটি এশিয়ার বৃহত্তম টেকনো–ম্যানেজমেন্ট ফেস্ট। যা বিভিন্ন ধরণের কর্মশালা, বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতা এবং প্রতিযোগিতামূলক ইভেন্ট তৈরি করে। যেটা অংশগ্রহণকারীদের অ্যাকাডেমিক ও প্রযুক্তিগত অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে।

এদিকে শিক্ষার্থীদের মধ্যে সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য উদ্যোগ নিচ্ছে আইআইটি খড়গপুর। ক্ষিতিজ অনুষ্ঠানটি ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইআইটি খড়গপুরের বার্ষিক টেকনো–ম্যানেজমেন্ট উৎসব হল ক্ষিতিজ। এটি এশিয়ার মধ্যে বৃহত্তম উৎসব হিসেবে বিবেচিত হয়। যা ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে উদ্ভাবন, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য কাজ করে থাকে। যার মূল উদ্দেশ্য—চিন্তা, নির্মাণ এবং উপভোগ করার বার্তা দেয়। আর এই উৎসব তাত্ত্বিক শিক্ষা এবং বাস্তব–বিশ্বের শিল্প প্রয়োগের মধ্যে ব্যবধান পূরণ করে।

অন্যদিকে এই অনুষ্ঠানে বিশ্বব্যাপী ২ হাজারেরও বেশি কলেজ থেকে শুরু করে ৭০ হাজারের বেশি অংশগ্রহণকারী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এই উৎসবটি বিশ্বব্যাপী তার প্রসারের জন্য অত্যন্ত সমাদৃত। ইউনেস্কো, ইউনিসেফ এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মতো মর্যাদাপূর্ণ সংস্থাগুলির পৃষ্ঠপোষকতা লাভ করেছে এই উৎসব। এখানে ৫০ লক্ষ টাকারও বেশি পুরষ্কার দেওয়া হয়। ক্ষিতিজের প্রতিযোগিতা বিশাল এবং বৈচিত্র্যময়। যেখানে রোবোভার্স, অ্যারোমডেলিং প্রতিযোগিতা এবং ওভারনাইটের মতো কোডিং ম্যারাথনের মতো রোবোটিক্স চ্যালেঞ্জ রয়েছে।

এছাড়া ক্ষিতিজ উৎসব প্রতিযোগিতার ক্ষেত্র ছাড়িয়ে একটি বিশাল জ্ঞান ভাগ করে নেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এখানে নোবেলজয়ী ব্যক্তিত্ব, মহাকাশচারী এবং শিল্পের খ্যাতিমান ব্যক্তিরা অতিথি হিসাবে বক্তব্য রাখেন। যার ফলে অংশগ্রহণকারীদের প্রযুক্তি এবং নেতৃত্ব দেওয়ার ভবিষ্যত সম্পর্কে পথ দেখায়। আর বিশ্বব্যাপী প্রযুক্তি জায়ান্ট (গুগল এবং মাইক্রোসফ্ট) দ্বারা পরিচালিত হাতে–কলমে কর্মশালাগুলি শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লকচেইনের মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে গভীরভাবে শেখার সুযোগ দেয়। বিস্তারিত জানতে ktj.in ওয়েবসাইটে দেখতে পারেন সকলেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪ বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে গেল মা

৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধনে সিদ্দিকুল্লা চৌধুরী

রাজ্যের ২ জেলায় হানা দিয়ে বিপুল পরিমাণে নকল গুড নাইট LV রিফিল আটক,গ্রেফতার একাধিক

সোনার তালের সন্ধানে এক ব্যক্তিকে অপহরণ করে পুলিশের হাতে পাকড়াও ৮ দুষ্কৃতী

রাজ্যের ৯ জেলায় নামবে পারদ, ঠান্ডার সর্তকতা জারি,কুয়াশার দাপট বাড়বে

কাজল-কেষ্টর উদ্যোগে মুখ‍্যমন্ত্রীর জন্মদিন পালন, কাটা হল ৭১টি কেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ