এই মুহূর্তে




দলবল নিয়ে এসে শুল্ক দফতরের আধিকারিকের উপর হামলা, মারধরের অভিযোগে গ্রেফতার অটোচালক

নিজস্ব প্রতিনিধি: সোনারপুরে শুল্ক দফতরের এক আধিকারিকের বাড়িতে হামলার অভিযোগ উঠল আর অটোচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। জানা গিয়েছে, একটি অভিজাত আবাসনে পরিবার নিয়ে বাস করেন শুল্ক দফতরের ওই আধিকারিক। তাঁকেই মারধরের অভিযোগ উঠেছে অটোচালক আজিজুল গাজীর বিরুদ্ধে। আহত শুল্ক দফতরের আধিকারিকের নাম প্রদীপ কুমার। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে অভিযুক্ত আজিজুলকে গ্রেফতার করে পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রদীপ কুমারকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  প্রদীপ কুমার সোনারপুর মেগাসিটি এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে অফিস থেকে ফেরার সময় শুল্ক দফতরের আধিকারিকের সঙ্গে বচসা বাদে অটোচালক আজিজুলের। অটো চালকের অটো ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে প্রদীপ কুমারের গাড়িতে। সেই নিয়ে শুরু হয় বচসা। পরিস্থিতি দ্রুত হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে দু’পক্ষই শান্ত হন। পরে আজিজুল এলাকা ছাড়েন।

এরপর বেশ কিছুক্ষণ সময় কাটলে তারপর ৫৩ জনকে সঙ্গে নিয়ে প্রদীপ কুমার যে আবাসনে থাকেন সেখানে আসে অটোচালক আজিজুল। প্রদীপের আবাসনে এসে চূড়ান্ত অশান্তি করে সে এসে। এরপর প্রদীপকে বেধড়ক মারধর করে আজিজুল ও তার অনুগামীরা, অভিযোগ এমনটাই। এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় চিকিৎসকদের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসার করানোর পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুল্ক দফতরের এই আধিকারিক। ঘটনার তদন্তে নেমে আজিজুল গাজী সহ অন্যান্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে ধারণা পুলিশের। তাদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। শুল্ক আধিকারিকের দাবি, তাঁর স্ত্রীকেও হেনস্থা করা হয়েছে। গোটা ঘটনা রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরাতে। এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। প্রদীপ কুমারকে মারধরের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ