এই মুহূর্তে




স্কুলের ডিউটি করে SIR’র কাজ সম্ভব নয়, BLO দের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে SIR নিয়ে তোলপার বাংলা। শনিবার নজরুল মঞ্চে এই নিয়ে প্রবল বিক্ষোভ দেখান বিএলওরা। তাঁদের বক্তব্য ছিল স্কুলের ডিউটি করে BLO দের কাজ করা সম্ভব নয়। এবার একই সুরে সুর মেলালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানালেন স্কুলের ডিউটি করে BLO দের পক্ষে SIR এর কাজ করা সম্ভব নয়।

ব্রাত্য বলেন, “বিএলওদের ডিউটি করে এসআইআরের কাজ করা সম্ভব নয়৷ বিএলওদের দাবী তো সঠিকই। সংশ্লিষ্ট দফতরকে জানিয়ে তো করা উচিত।” এদিন তাঁর কথায় উঠে এসেছে বেদিয়াপাড়া প্রসঙ্গও। শিক্ষামন্ত্রীর কথায়, “বেদিয়াপাড়া কোনও রাজনৈতিক তরজা নয়। আমি তো বলেছি পুলিশ তার সমস্ত তদন্ত করুক৷ তবে ওটা রাজনৈতিক ঝামেলা নয়। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের উত্তর কাউন্সিলর নিজে দেবেন।”

ব্রাত্যর এদিনের বক্তব্যে বারবার উঠে এসেছে বিজেপি প্রসঙ্গ। ভারতীয় জনতা দলকে সড়কছাপ গুন্ডাঘুঁষপেটিয়াবলে কটাক্ষ করেছেন তিনি।  শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘মিজোরাম, অরুণাচল, অসম, ত্রিপুরায় এসআইআর হচ্ছে কেন? মৃত্যু রাজনীতি করছে বিজেপি। মতুয়ারা সতর্ক থাকুন। ভোটার তালিকা থেকে ৭০ লক্ষ থেকে ১ কোটি ভোটারের নাম বাদ দিয়ে দেবে বিজেপি। মায়ানমার মানে বার্মা। বার্মা থেকে পশ্চিমবঙ্গে এসেছিল আজাদ বাহিনী। ওই রাস্তা নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের তিন ধর্মের তিন মেজর জেনারেল প্রেমকুমার সেহগাল, শাহনওয়াজ খান ও গুরবকশ সিং ধিলনের রাস্তা। একে রোহিঙ্গাদের রাস্তা বলে দাগিয়ে দিলে আমরা শুনব কেন? ওই ৩ মেজর জেনারেলকে তৎকালীন ভারত সরকার ঘুষপেটিয়া বলে গ্রেপ্তার করেছিল। তখন বিজেপি কোথায় ছিল?দিল্লি, পাটনা বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা কবিদের সাহিত্য পড়ানো হচ্ছে কেন?” 

SIR-র কাজ শুরুর আগে BLO-দের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা শহর রাজ্যের সর্বত্র শনিবার থেকে সেই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। নজরুল মঞ্চে প্রথম ধাপের প্রশিক্ষণের পরেই বিক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা। তাঁদের দাবি, একসঙ্গে দুই কাজ তাঁরা করবেন না। শিক্ষকতা করে পরে বিএলও-র কাজ করা সম্ভব নয়। বিএলও-কাজে সময় তাঁদের অনডিউটি দেখাতে হবে, এমনটাই দাবি তাঁদের। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

সামনেই বার্ষিক পরীক্ষা, স্কুলের সব শিক্ষকই ব্যস্ত SIR-র কাজে, চিন্তায় অভিভাবকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ