27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:09 am
নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বেহাল রাস্তার কারণে ফের রাজ্য সড়কে দুর্ঘটনায় আহত গাড়ির চালক। ঝাড়গ্রাম(Jhargram) জেলার লোধাশুলি রাজ্য সড়কে সোমবার ফের পথ দুর্ঘটনা ঘটে। বেহাল রাস্তার কারণেই বারবার ঘটছে পথদুর্ঘটনা এমনই মনে করছে পথ চলতি মানুষ। এদিন ঝাড়গ্রাম শহর থেকে লোধাশুলি(Lodhasuli) যাবার পথে একটি চারচাকা গাড়ি দুটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সজরে ধাক্কা মেরে একটি ইলেক্ট্রিকের খুঁটিতে।
এত টাই জোরে ধাক্কা মারে যে রাস্তার মাঝে ইলেকট্রিক খুঁটিটি ভেঙ্গে পড়ে। গুরুতর আহত হন গাড়ির ড্রাইভার। রাস্তার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পথচারীরাও দুর্ঘটনার ভয়ে যাতায়াত বন্ধ করে দেয়। ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) পুলিশ। রাস্তা জুড়ে খুঁটিটি পড়ে থাকায় বেশ কিছুক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর বিদ্যুৎদফতর থেকে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে ওই খুঁটিটি সরালে ফের চলাচল শুরু হয়।
স্থানীয় মানুষের অভিযোগ, প্রায়শই এই এলাকায় দুর্ঘটনা ঘটছে ।এর পেছনে যেরকম বেহাল রাস্তার কারণ রয়েছে, তেমনি যানবাহনের বেপরোয়া গতি অন্যতম কারণ । তাই এই এলাকায় ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।