এই মুহূর্তে




বর্ধমান মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসককে যৌন হেনস্থার অভিযোগ




নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা উত্তাল রাজ্য। তারমধ্যেই ফের হাসপাতালের মধ্যে জুনিয়র চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজে। আরজিকর ঘটনার ১০ মাসের মধ্যেই হাসপাতালের মধ্যে আরো একটি হেনস্থার অভিযোগ উঠেছে। বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে ঘটনাটি নিয়ে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা।

জানা গিয়েছে, ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসক হেনস্থার অভিযোগ তুলেছেন এক ইন্টার্নের বিরুদ্ধে। তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে বলে অধ্যক্ষের কাছে জানিয়েছেন ও জুনিয়র চিকিৎসক। অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। মঙ্গলবার হাসপাতালের ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। বুধবারই বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে ঘটনাটি নিয়ে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা।

বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন, তাঁর কাছে হেনস্থার অভিযোগ এসেছে। বিষয়টি কলেজের জেন্ডার হ্যারাসমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আগামী শুক্রবার এই সংক্রান্ত জরুরি ভিত্তিতে বৈঠক রয়েছে। সেখানেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ইন্টার্ন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার অপপ্রচার করতেই এই ধরনের অভিযোগ করা হয়েছে। হেনস্থা করতেই মিথ্যে অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বেও আঁচ ফেলেছিল। সেই নক্কারজনক ঘটনার এক বছর কাটতে না কাটতেই কসবার কলেজে আইনের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন চারজন। সেই রেশের মধ্যেই ফের চিকিৎসক হেনস্থার অভিযোগ জেলায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিয়ের দিনই ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু বরের, আনন্দের পরিবেশে শোকের ছায়া

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতা, ডুয়ার্সের চা বাগানে চাঞ্চল্য

সকলের নিষেধ অমান্য করে ঘুম, ভোরবেলা ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ