এই মুহূর্তে




জোড়া কার্নিভাল থেকে বিজেপির মিছিল, শহর জুড়ে যানজট তীব্র হওয়ার আশঙ্কা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আত কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা। তারপরেই কলকাতার(Kolkata) রেড রোডে(Red Road) শুরু হয়ে যাবে দুর্গাপুজোর কার্নিভাল(Durga Puja Carnival)। শহরের কেন্দ্রস্থলে এই কার্নিভালকে কেন্দ্র করে রেড রোড এবং সংলগ্ন একাধিক রাস্তা কয়েক ঘণ্টা ধরে পুলিশি বিধির নির্দেশিকায় আটকে থাকবে যান চলাচল। আর তাই এবারেও বেশ ভাল রকমেরই যানজটের আশঙ্কা থাকছে। সেই আশঙ্কা আরও বাড়াচ্ছে Joint Platform of Doctors’র ডাকা বিকেল ৪টেয় ‘দ্রোহের কার্নিভাল’ কর্মসূচি যা আদতে মানববন্ধনের কর্মসূচী। ধর্মতলা চত্বরে জুনিয়র চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি হবে রানি রাসমণি রোডে। এই দু’টি কর্মসূচির জেরে দীর্ঘ সময় শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এরই মধ্যে পুজো কার্নিভালের বিরুদ্ধে কলেজ স্কোয়ার থেকে নাগরিক সমাজের আয়োজনে মিছিলের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে শহর জুড়ে যানজট তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে শহর সচল রাখার আশ্বাস লালবাজার(Lalbazaar) দিলেও সংশয় কাটছে না।  

আরও পড়ুন, ঠাকুর দেখতে এসে লোকের বাড়িতে-দোকানে মলমূত্র ত্যাগ করে গিয়েছেন দর্শনার্থীরা

শহরের ৯০টির বেশি পুজো কমিটি এ বার কার্নিভালে অংশগ্রহণ করবে। বিকেল সাড়ে ৪টে থেকে কার্নিভাল শুরু হবে বলে জানানো হয়েছে। অনুমান করা হচ্ছে, চার ঘণ্টার বেশি সময় ধরে রেড রোডে এই কার্নিভাল চলবে। যদিও তার প্রায় ২ঘণ্টা আগেই, অর্থাৎ দুপুর ২টো থেকে মধ্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজার জানিয়েছে। দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত, প্রায় ঘণ্টা ৬ ধরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলে মনে করা হচ্ছে। ওই সময়ের মধ্যে রেড রোড, কুইন’স ওয়ে, লাভার্স লেন, পলাশি গেট এবং এসপ্লানেড র‌্যাম্প বন্ধ রাখা হবে। এ ছাড়া সকালের দিকে এই রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। এ দিন দুপুর ২টো থেকে উত্তরমুখী হসপিটাল রোডেও বিসর্জনের গাড়ি ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। বিধিনিষেধ থাকবে খিদিরপুর রোড, ডাফরিন রোডেও। পুলিশ সূত্রের খবর, রেড রোড সংলগ্ন রাস্তায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ থাকছে এ দিন।

আরও পড়ুন, কার্নিভাল শুরুর আগেই শহরে থমকালো মেট্রোর পরিষেবা, ভোগান্তি যাত্রীদের

এদিন বেলা ১২টা থেকে মেয়ো রোড, আর এন মুখার্জি রোড, হেয়ার স্ট্রিট, ক্যাথিড্রাল রোড, জওহরলাল নেহরু রোড, কুইন’স ওয়ে, বেন্টিঙ্ক স্ট্রিট-সহ একাধিক রাস্তায় সমস্ত ধরনের পার্কিং বন্ধ রাখা হবে। কার্নিভাল দেখতে আসা দর্শকদের গাড়ি রাখতে ময়দান সংলগ্ন এলাকায় বিকল্প ব্যবস্থা করা হয়েছে। লালবাজারের নির্দেশিকায় জানানো হয়েছে, কার্নিভাল দেখতে যে সব দর্শক হেঁটে ধর্মতলা বা খিদিরপুর থেকে রেড রোডে আসবেন, তাঁদের জন্য নির্দিষ্ট রাস্তা থাকছে। পুলিশি নির্দেশিকায় তাঁদের উদ্দেশ্যে বলা হয়েছে, এ জে সি বসু রোড, চৌরঙ্গি রোড, মেয়ো রোড, খিদিরপুর রোড বা আর আর অ্যাভিনিউ ব্যবহার করতে। এদিকে পুজোর ছুটি কাটিয়ে সোমবার থেকে শহরের একাধিক প্রতিষ্ঠানে পুরোদমে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যায় পথে অফিসফেরত মানুষের ভিড় এবং গাড়ির চাপও দেখা যাচ্ছে। ফলে আজ, মঙ্গলবারও গাড়ির চাপ থাকলে পথের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও অতিরিক্ত পুলিশ নামিয়ে পরিস্থিতি সামলানোর আশ্বাস দিচ্ছে লালবাজার। রাস্তায় প্রায় দু’হাজার অতিরিক্ত পুলিশকর্মী থাকবেন। যে যে পথে গাড়ির চাপ বাড়তে পারে, সেখানেও সকাল থেকে পর্যাপ্ত ট্র্যাফিক পুলিশের ব্যবস্থা করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া ময়দান থেকে সেক্টর V মেট্রোর সূচীতে বদল, কখন ছাড়বে শেষ মেট্রো?

ফর্ম পাননি অনেকে, কমিশনের কাছে ফর্ম বিলির সময়বৃদ্ধির আর্জি

রবির সকালে ফের আগুন, জ্বলছে চাঁদনি চকের সিএসসি’র অফিস

২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ! আরও নামবে তাপমাত্রা

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দেওয়ার অপরাধে ৮ BLO-কে শোকজ, অভিযোগ জানতে হেল্পলাইন চালু কমিশনের

বিশ্বজয়ী রিচাকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চান মমতা-সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ