এই মুহূর্তে




বেহালার একাধিক রাস্তা সরেজমিনে পরিদর্শন মেয়রের, রাতে ঘুরবেন কলকাতায়

নিজস্ব প্রতিনিধি: কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পুজোর আগে দক্ষিণ কলকাতার ১৬ নম্বর বোরোর অধীনে যেসব রাস্তাগুলি আছে সেগুলো ঘুরে দেখেন মেয়র । বেহালার জেমস লং সরণী, সখেরবাজার মতিলাল গুপ্ত রোড , হরিদেবপুর মহাত্মা গান্ধী রোড পরিদর্শন করলেন ফিরহাদ(Firhad) । মেয়র ফিরহাদ হাকিম জানান, ১৩৫ টি রাস্তা আমরা দেখতে বেরিয়েছিলাম। অনেকদিন ধরে অভিযোগ ছিল কেআইপির যেসব রাস্তা কাজ করেছে সেই রাস্তাগুলি দীর্ঘদিন ধরে খারাপ ছিল। কেআইপি(KIP) ও রোডস মিলে রাস্তা গুলো ঠিক করে দিয়েছে। ওভারল যা দেখলাম কাউন্সিলরদের কাজ থেকে যা রিপোর্ট পেলাম রাস্তা সব ঠিক আছে।

ঠাকুরপুকুরের(Thakurpukur) কিছুটা রাস্তা খারাপ আছে বাদবাকি সব রাস্তা ঠিক আছে। শুক্রবার রাতে কলকাতার রাস্তা গুলি পরিদর্শনে বের হবেন মেয়র।প্রশ্নের মুখে মেয়র ফিরহাদ হাকিম। একজন সাধারণ মহিলা ববি হাকিমের সামনে চলে আসেন এবং মেয়রকে প্রশ্ন করেন জেলার সমস্ত রাস্তা ভালো ,আর কলকাতা কর্পোরেশনের রাস্তা গুলো পুজোর মুখে ঠিক করা হয়। পুজোর কয়েক মাস পরে রাস্তাগুলো আবার খারাপ হয়ে যায়। আবার পরের বছর পুজো আসলে ঠিক করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।এদিকে পুজোর আগে সমস্ত রাস্তা অতি শীঘ্রই সরানোর নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সেই রাস্তাগুলো কতদূর সারানো হয়েছে শহরের দুর্গাপূজার আগে চলাচলে রাস্তার পরিস্থিতি কি তা খতিয়ে দেখতে পথে মহানাগরিক।রাস্তাগুলি ঘুরে দেখার সময় যখন যেখানে যে ধরনের নির্দেশ ও পরামর্শ দেওয়ার প্রয়োজন তার দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সাত দিনের হেফাজতে চাইল ইডি

মুখেই শুধু বাংলাকে ভালবাসার কথা, পুজোর মধ্যেই পরীক্ষা ফেলল শাহের স্বরাষ্ট্রমন্ত্রক

হারাতে বসেছে কলকাতার দ্বিতীয় বারোয়ারি পুজোর ঐতিহ্য, নেতাজি এসেছিলেন এই মণ্ডপে

কুড়মি সমাজের রেল অবরোধের ডাক, অন্য কিছু হলে প্রস্তুত পুলিশ, জানিয়ে দিলেন জাভেদ সামিম

মহালয় থেকেই দুর্যোগ শুরু বঙ্গে, নবমীর রাত থেকে দক্ষিণে বাড়বে ঝড়-বৃষ্টি

পিকনিক গার্ডেনের ৩৯ পল্লীর এবারের থিম ‘আমরাও পারি’, মণ্ডপ সাজাচ্ছেন বিশেষ সক্ষমরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ