এই মুহূর্তে




ফের অগ্নিকাণ্ড কলকাতার লেকটাউনে, আতঙ্ক এলাকায়

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: দিনের পর দিন বেড়েই চলেছে কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার লেকটাউনে। জানা গিয়েছে, সেখানের একটি বহুতলে আগুন লেগে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের দু’টি ইঞ্জিন। দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলবাহিনী।

সূত্রে জানা গিয়েছে, কলকাতার লেকটাউন এলাকায় দক্ষিণ দাড়িতে একটি বহুতলের দোতালায় থাকা স্টুডিওতেই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা গ্রাস করে নেয় সেই স্টুডিওর সম্পূর্ণ অংশ। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলবাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন এসে নেভাতে চেষ্টা করে সেই বিধ্বংসী আগুন। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেকটাউনের এই স্টুডিওতে কীভাবে এই আগুন লাগে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। দমকল বিভাগ প্রাথমিকভাবে মনে করছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখবেন তাঁরা। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সবটাই আসতে আসতে জানা যাবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই চিনার পার্কের একটি রেস্তোরাঁয় আগুন লাগার খবর পাওয়া গিয়েছিল। সেই ঘটনাস্থল থেকেই ৫ কিলোমিটার দূরত্বের লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকার বহুতলে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতেও বড়বাজারের মেছুয়া বাজার এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনে প্রাণ হারায় প্রায় ১৪ জন মানুষ। বৃহস্পতিবার দিঘা থেকে ফিরেই বড়বাজারের ওই এলাকা পরিদর্শন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালীপুজোয় দক্ষিণেশ্বর, কালীঘাট ও তারাপীঠে থাকে মায়ের বিশেষ ভোগের আয়োজন

‘পাহাড়ে একতরফা কেন মধ্যস্থতাকারী নিয়োগ?’, মোদিকে চিঠি ক্ষুব্ধ মমতার

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল কবে? কোথায় দেখা যাবে?

নব নির্মিত উডবার্ন-২ ভবনে চিকিৎসায় কত খরচ? জানাল স্বাস্থ্যভবন

ধনতেরাসে কমল কাঞ্চনমূল্য, কলকাতায় আজ সোনার দাম কত?

দীপাবলির মুখে অন্ধকার গৌতম ঘোষের অন্দরমহল, প্রয়াত পরিচালকের স্ত্রী, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ