এই মুহূর্তে




কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে কলকাতার রেড রোডের কার্নিভাল

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: এবছরের মতো পুজো শেষ। আবার একটা বছরের অপেক্ষার পালা। আবার রাত পোহালেই কলকাতার(Kolkata) রেড রোডে(Red Road) বসতে চলেছে কার্নিভালের(Durga Puja Carnival) আসর। আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে এবার সেই কার্নিভালে কড়া পুলিশ নিরাপত্তার(Strong Police Security) ব্যবস্থা করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শুধু রেড রোডেই মোতায়েন থাকবে ৫০০ পুলিশ। ট্র্যাফিক নিয়ন্ত্রণে থাকছে ২০০০ পুলিশ। ১৬ জন ডিসি পদমর্যাদার আধিকারিক ও ৮ জন জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিক থাকবেন রেড রোডে। ৪টি ওয়াচটাওয়ার দিয়ে নজরদারি চালানো হবে। ইতিমধ্যে রেড রোডজুড়ে কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিগত বছরগুলির তুলনায় এই বছর বিদেশি অতিথির সংখ্যা থাকবে অনেক বেশি। আবার সাধারন মানুষের অংশগ্রহণও যাতে বাড়ে তার জন্য ২৮ হাজার আমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে। জমিদার বাড়ির আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকছে র‍্যাম্প। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা। কার্নিভালে ৯০টি পুজো কমিটি অংশগ্রহণ করবে বলেই নবান্ন সূত্রে খবর।  

আরও পড়ুন, কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন সন্দীপ, কিন্তু আবেদন গৃহীত ৫১জন চিকিৎসকের

জানা গিয়েছে, নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীর বিশেষ অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শুরু হবে পুজোর কার্নিভাল। কার্নিভালে আসার জন্য আমন্ত্রিত থাকছেন একাধিক শিল্পপতি। কার্নিভাল নিয়ে এদিন অর্থাৎ সোমবার সন্ধ্যায় কলকাতা পুলিশ ও পুলিশ কমিশনার বিশেষ বৈঠক করবেন বলেও সূত্রের খবর। যারা কার্নিভাল দেখতে আসবেন আগামিকাল তাঁদের বাড়ি ফেরার পথে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, বাইক ট্যাক্সি থাকবে বলে জানা গিয়েছে। এসপ্ল্যানেড, এয়ারপোর্ট, ডানলপ, যাদবপুর, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, বালিগঞ্জ স্টেশনে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হবে না মানুষকে। ভেসেল রাত অবধি চালানোর পরিকল্পনা রয়েছে। বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, মিলেনিয়াম জেটিতে ভেসেলের সংখ্যাও বাড়বে বলে জানা গিয়েছে। আগামিকালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) থাকবেন বলেই নবান্ন সূত্রে নিশ্চিত আশ্বাস পাওয়া গিয়েছে। আর সেটা কার্নিভালের অন্যতম বড় আকর্ষণও হয়ে উঠতে চলেছে। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতর থেকে জানানো হয়েছে, চলতি বছরে যে সমস্ত পুজো কমিটিগুলি বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছে তারা প্রত্যেকেই কার্নিভালে উপস্থিত থাকবে। ইতিমধ্যে কলকাতার একাধিক পাঁচতারা হোটেলে অনেক বিদেশি পর্যটক চলে এসেছেন বলে খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন, ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ৩০ মিনিট পরিষেবা বন্ধ থাকে দমদম থেকে মহাত্মা গান্ধি রোডের মধ্যে

২০১৬ সাল থেকে শুরু হয়েছে কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। তারপর থেকে ফি বছর রাজ্য সরকারের তরফে এই কার্নিভালের আয়োজন করা হলেও ২০২০ এবং ২০২১ সালে কোভিড অতিমারির কারণে বন্ধ ছিল কার্নিভাল। তারপর ফের ২০২২ সাল থেকে শুরু হয়। তবে কলকাতার দুর্গাপুজোকে UNESCO স্বীকৃতি দেওয়ার পর আরও গুরুত্ব পেয়েছে এই কার্নিভাল। রেড রোড জুড়ে যে সব পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেবে তারা প্রত্যেকেই কয়েকটি ট্যবলো বের করে নিজেদের থিম প্রদর্শিত করতে পারবে। এর সঙ্গে নিজেদের প্রতিমাও প্রদর্শিত করাতে পারবেন পুজো কমিটিগুলি। সবশেষে প্রতিমা ভাসান দেওয়া হবে গঙ্গায়। সেই অনুষ্ঠানের আগে এদিন থেকেই কড় নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে রেড রোড এলাকা। কাল সকাল থেকেই বন্ধ থাকবে রেড রোডে যান চলাচল। পুজো মণ্ডপের মতো কার্নিভালেও বিশৃঙ্খলা তৈরি করা হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। তাই নিরাপত্তার ক্ষেত্রে কোনও খামতি রাখা হচ্ছে না। তবে কার্নিভালের দিন যাতে কোনও বিশৃঙ্খলা না ঘটে সেদিক থেকে পুলিশ সব রকম ব্যবস্থা নিয়ে রাখছে বলে লালবাজার সূত্রে খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া ময়দান থেকে সেক্টর V মেট্রোর সূচীতে বদল, কখন ছাড়বে শেষ মেট্রো?

ফর্ম পাননি অনেকে, কমিশনের কাছে ফর্ম বিলির সময়বৃদ্ধির আর্জি

রবির সকালে ফের আগুন, জ্বলছে চাঁদনি চকের সিএসসি’র অফিস

২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ! আরও নামবে তাপমাত্রা

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দেওয়ার অপরাধে ৮ BLO-কে শোকজ, অভিযোগ জানতে হেল্পলাইন চালু কমিশনের

বিশ্বজয়ী রিচাকে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চান মমতা-সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ