এই মুহূর্তে




ভবানীপুরের শীতলা মন্দিরে পুজো দিলেন মমতা, কী চাইলেন মায়ের কাছে?

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরে শীতলাপুজোয় এসে আমজনতাকে দুর্যোগ থেকে বাঁচানোর জন্য প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘মা সকলকে করোনা থেকে রক্ষা করুক, সন্ত্রাস থেকে রক্ষা করুক, হিংসা থেকে রক্ষা করুক, দাঙ্গা থেকে রক্ষা করুক।’ তিনি আরও বলেন, ‘ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে আন্তরিকতা, ধর্ম মানে বিবেক, ধর্ম মানে সংস্কৃতি’।

তাঁর কথায় উঠে এসেছে বিভিন্ন এলাকার আলাদা আলাদা ভাষার কথা। তিনি বলেছেন, একেক রাজ্যে একেক ভাষা রয়েছে। তেমনই বাংলা ভাষাও জায়গা ভেদে ভিন্ন। কলকাতায় যে ভাষায় কথা বলা হয়। অন্য এলাকায় তার আলাদা টান আছে। বাংলা ভাষার মধ্যে বিভিন্ন রকম টান রয়েছে। এখানেও তিনি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এদিন মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, শীতলা পুজোয় অনেকেই দণ্ডি কাটেন। নিজস্বতা দিয়ে অনেকে পুজো করেন।

শীতলা মন্দির থেকে শিল্প নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, মানুষের জীবনে কখনো কখনো ভালো খারাপ সময় আসে। সবকিছুকে মানিয়ে চলতে হয়। জীবন কখনো থেমে থাকে না। তার কথায় উঠে এসেছে রামকৃষ্ণ পরমহংস দেবের কথা। রামকৃষ্ণের কথা এখনো মেনে চলেন সকলেই। এর থেকে শিক্ষনীয় অনেক বিষয় রয়েছে। মা সকলকে ভাল রাখুন। নতুন করে কোন ব্যাধি কারোর জীবন যেন কেড়ে না নেয়। দাঙ্গা সন্ত্রাস সবকিছু থেকে মানুষকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, শান্তির বার্তা বহন করে মা শীতলা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

SIR আবহে ৬ ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস, দায়িত্বে তৃণমূলের ছাত্র-যুবরা

আরও একধাপ এগোল নিয়োগ প্রক্রিয়া, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে শুরু নথি যাচাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ