এই মুহূর্তে




‘বান্ধবী’ বৈশাখীকে সঙ্গে নিয়ে তৃণমূলে ঘর ওয়াপসি শোভনের

নিজস্ব প্রতিনিধি: জল্পনায় সিলমোহর।  সাত বছর বাদে তৃণমূল কংগ্রেসে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গী হলেন ‘ঘনিষ্ঠ বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার (৩ নভেম্বর) তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে ফেরেন কলকাতার প্রাক্তন মহানাগরিক। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।

২০১৮ সালে মন্ত্রী ও মেয়র পদে ইস্তফা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর শোভন চট্টোপাধ্যায়। তাঁর আচমকা ইস্তফা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। পরে ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। যদিও বেশ কয়েক মাসের মধ্যেই গেরুয়া শিবির সম্পর্কে মোহভঙ্গ হয়েছিল শোভনের। বিজেপি ছেড়ে দিয়ে চুচাপ বসেছিলেন। বিজেপি ছাড়ার পরেই কলকাতার প্রাক্তন মেয়রের তৃণমূলে ঘর ওয়াপসি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। মমতার কালীঘাটের বাড়িতে গিয়েও ভাইফোঁটা নিয়েছিলেন। চলতি বছরের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে শোভন তৃণমূলে ফিরতে পারেন বলেও জোর চর্চা ছড়িয়েছিল। যদিও তা ঘটেনি।

এর পরে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে দীর্ঘ বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। ওই বৈঠকের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ‘কলকাতার প্রাক্তন মেয়রকে দলে ফেরানো হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।’ গত বুধবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শোভন। তার পরে তাঁর ঘাসফুল শিবিরে ফেরা নিয়ে জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দলে ফেরানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা মমতা না জানালেও শোভনকে প্রশাসনিক পদে বসিয়ে বুঝিয়ে দিয়েছেন, ‘কাননের প্রতি তাঁর অভিমান মিটে গিয়েছে। ফের ঘনিষ্ঠবৃত্তে জায়গা দিচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়রকে।’

গত মাসের ১৫ তারিখ  দার্জিলিংয়ের রিচমন্ড হিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন শোভন। সেই বৈঠকের ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই প্রশাসনিক পদপ্রাপ্তি ঘটেছিল কাননের। গত ১৭ অক্টোবর ‘নিউটাউনের কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের’ চেয়ারম্যান করা হয় প্রাক্তন মেয়রকে। দীর্ঘ সাত বছর বাদে প্রশাসনিক পদে ফিরে আপ্লুত হয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছিলেন ‘আমাকে দিদি আজ এই গুরুদায়িত্ব দিয়েছেন। আমি সব রকম ভাবে এই দায়িত্ব পালন করব। নিউটাউন রাজারহাট কীভাবে আরও ভাল করে গড়ে তোলা যায় আমি সেটা দেখব। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর ভাষা নেই।’

তৃণমূলে যোগ দেওয়ার পর শোভন বললেন, “ঘরের ছেলে  হিসেবে ঘরে ফিরলাম। আন্দোলনে যোগ দেব।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

‘কারও দুটো বউ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না?’- জেলমুক্তির পর অর্পিতাকে নিয়ে মুখ খুললেন পার্থ

ম্যাচের দিনগুলিতে ইডেন গার্ডেন্সের আশেপাশে সমস্ত রকমের গাড়ি পার্কিং নিষিদ্ধ, যান চলাচল হবে নিয়ন্ত্রণ

সল্টলেকে ডেঙ্গির মরশুম অব্যাহত, এক মাসে আক্রান্ত ১০৯ জন

‘চাকরি দিতে কার থেকে টাকা নিয়েছি?’- জেলমুক্তির পরেই স্বমহিমায় পার্থ, জনগণের উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ