24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:01 am
নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই মাছ নিয়ে বিলাসিতা। আর এই বাংলা ও বাঙালিই পথ দেখায় ভারতকে। সেই বাঙালির বিরুদ্ধেই গত ২ ডিসেম্বর বেফাঁস মন্তব্য করেছিলেন বিজেপি নেতা ও অভিনেতা পরেশ রাওয়াল (PARESH RAWAL)। বলেছিলেন, গ্যাস সিলিন্ডারের দাম কমলেও দাম কমবে। কর্মসংস্থান হবে। এরপরেই বলেছিলেন, ‘রোহিঙ্গা এবং বাংলাদেশিরা যদি দিল্লির মত আপনাদের পাশে থাকতে শুরু করে তাহলে কী হবে?’ তাঁর প্রশ্ন ছিল, ‘গ্যাস সিলিন্ডার দিয়ে কি করবেন? মাছ রান্না করবেন?’ গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থান নিয়ে বলতে গিয়ে এমনই ‘জাতিগত বিদ্বেষ’ ছড়িয়েছিলেন তিনি। সেই কারণেই তাঁকে তলব করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
পরেশের বিরুদ্ধে গত ২ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বাম নেতা মহম্মদ সেলিম। মামলা দায়ের করা হয় ১৫৩, ১৫৩ এ, ১৫৩ বি, ৫০৪ ধারায়। মানে, অশান্তি সৃষ্টির উস্কানি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শ্ত্রুতার উদ্দেশ্য, ভাষা বা জাতিগত গোষ্ঠীর অধিকার না মানা এবং উস্কানি দেওয়ার জন্য অপমান- এই সমস্ত ধারায় মামলা রুজু করা হয়েছিল। আজ, ৬ ডিসেম্বর অভিযোগের ভিত্তিতে ‘এফআইআর’ দায়ের করে তালতলা থানার পুলিশ।
তারপরে আজই পরেশকে তলব করে তালতলা থানা। আগামী সোমবার, ১২ ডিসেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, মহম্মদ সেলিম অভিযোগ দায়ের করার পরে বলেছিলেন, পরেশ রাওয়ালের এই মন্তব্য উস্কানিমূলক। এর ফলে বাঙালি এবং অন্যান্য জাতির মধ্যে সম্প্রীতি নষ্ট হতে পারে। পরেশের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল বাংলাপক্ষ।