এই মুহূর্তে




মাহেশের উল্টোরথকে ঘিরে আটোসাঁটো পুলিশি ব্যবস্থা, ড্রোনের মাধ্যমে নজরদারি




নিজস্ব প্রতিনিধি,মাহেশ: মাসির বাড়ি আটদিন কাটিয়ে শনিবার নবম দিনে উল্টোও রথে শ্রীধামে ফিরছেন জগন্নাথ দেব।মাহেশে জগন্নাথের শনিবার ছিল পুনর্যাত্রা।মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে শুরু হয় পুজো পাঠ। শনিবার সকালে জগন্নাথ (Jagannath)ভক্তদের দর্শন দেন।উল্টো রথে জগন্নাথ দর্শনের মাহাত্ম্য হল দক্ষিন দিকে টান হয়।আর জগন্নাথদেব দক্ষিনা কালী রূপে রথের উপর বিরাজ করেন।পুরান মতে রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না।শনিবার জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়।তাই সকাল থেকে ভক্তদের ঢল নেমেছিল।

বিকালে সুভদ্রা বলরাম জগন্নাথদেব পরপর রথে ওঠেন।তারপর নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা করেন।আর এই উল্টোরথ যাত্রাকে ঘিরে পুলিশি ব্যবস্থা করা হয়েছে আঁটোসাটো।মন্দির গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।বড় রাস্তা জিটি রোডের(G T Road) সামনে মন্দির প্রবেশ পথেও গেট বসেছে।মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ। বিভিন্ন জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা(CCTV) লাগানো হয়েছে। ড্রোনের মাধ্যমেও চলে নজরদারি। উল্টোরথকে ঘিরে ভক্তদের ভিড় সামলাতে কয়েক হাজার পুলিশ বাহিনী রাস্তায় নামে। ছিল সাদা পোশাকে কড়া নজরদারির ব্যবস্থা।

পুলিশের আধিকারিকরাও সকলেই ছিলেন রাস্তায়।এদিন উল্টো রথের শোভাযাত্রা উপলক্ষে জিটি রোডে স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। বিভিন্ন জায়গায় বাড়ির ছাদ থেকে দূরবীন দিয়ে শোভাযাত্রার উপরে নজরদারি চালায় পুলিশ। রথ যাওয়ার সময় দুপাশে মোটা দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয় যাতে কোন অঘটন না ঘটে।ভক্তদের ভিড়ের মধ্যে বিতরণ করা হয় জগন্নাথের প্রসাদ।উল্টো রথের পাশাপাশি মহেশ শ্রীরামপুর সহ মিষ্টি এলাকায় যে মহরমের মিছিল গুলি বেরোবে তাকে ঘিরেও থাকছে পুলিশি। নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান ঠেকাতে শনিবার থেকে ‘লোহার ব্যারিকেড’ বসাচ্ছে পুলিশ

হোয়াটসঅ্যাপে নাবালিকা ছাত্রীকে অশ্লীল বার্তা, গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৬’টি পদক জিতে ভারতের নাম উজ্জ্বল করলেন মালদার গৃহবধূ

সকাল থেকেই স্তব্ধ যশোর ও ভিআইপি রোডের একাংশ, চরম দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী, নির্বিকার পুলিশ

প্রাণনাশের আশঙ্কা, বাড়ানো হল ভাঙড়ের ১০ তৃণমূল নেতার নিরাপত্তা

মানিকচকে তিন দিন নিখোঁজ থাকার পর আমবাগান থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ