এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জলপাইগুড়ির ঝড় বিধ্বস্তদের পাশে না দাঁড়ানোয় মোদিকে তোপ মমতার

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর ঠিক ৪ দিন। তারপরেই আগামী ১৯ এপ্রিল দেশে লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) প্রথম দফার ভোটগ্রহণ। সেদিন বাংলারও ৩টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। সেই ৩ কেন্দ্র হল – কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। উনিশের লোকসভা নির্বাচনে এই ৩টি কেন্দ্রই দখল করেছিল বিজেপি(BJP)। কিন্তু এবার অর্থাৎ ২৪’র যুদ্ধে তৃণমূল(TMC) সেই ৩টি কেন্দ্রই বিজেপির হাত থেকে কেড়ে নিতে ভোটের লড়াইয়ে নেমেছে। এই অবস্থায় এদিন অর্থাৎ সোমবার তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কোচবিহার শহরের রাসমেলার মাঠে সভা করলেন দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে। আর সেই সভা থেকেই তিনি আক্রমণ শানলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। কেননা দিন ৪ আগে এই মাঠেই জনসভা করে গিয়েছেন মোদি। এদিন সেই মাঠে দাঁড়িয়েই তাঁকে পাল্টা আক্রমণ শানলেন মমতা।

এদিন মমতা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি এলেন। রাসমাঠে বক্তৃতা করলেন। এর আগে ঝড় হয়ে গিয়েছে। আমি ভাবলাম একবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মানুষের কথা বলবেন। না আপনি বললেন না। আপনি দুটো কথা বলে গেলেন। তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি। আমি আপনাকে বলি আপনার পার্টি বড় ডাকাতের দল। আয়নায় গিয়ে আগে নিজের মুখ দেখুন। তিনশো খানা টিম পাঠিয়েছেন। কিছু ধরতে পারলেন? তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করলেন কেন? এটা সংবিধানের অধিকার। আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুর্নীতির কথা বলেছেন? আমি চ্যালেঞ্জ করলাম, ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। তাতে বাংলায় কোথায় কত দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট, এজির রিপোর্ট ঘোষণা করুন। সঙ্গে উত্তরপ্রদেশ, গুজরাটেরটাও প্রকাশ করুন। চ্যালেঞ্জ করে বলছি বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলা দাঙ্গাবাজ জায়গা নয়। এটা আপনি আর আপনার দল। একটা মিথ্যাবাদীর দল।’  

এর পাশাপাশি মমতা মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘আগেরবার বলল ১৫ লক্ষ টাকা দেব। কেউ কোনও টাকা পেয়েছেন? এই মিথ্যা কথার উত্তর দেবে কে? মোদিজী বলছেন না, চুনকে চুনকে দেখলেঙ্গে অর জেলমে ভরেঙ্গে। আমি বলছি, আপনি তো আর আসবেন না। তাহলে ভরবেন কীভাবে। আপকে বার ৪০০ পার! আগে ২০০ পার করুন। তারপর ৪০০-র কথা ভাববেন। এই দশ বছরে কী দিয়েছ বাংলাকে? আমি তো সাজিয়ে দিয়েছিলাম। বাবুরা সব কিছু তুলে দিয়েছে। ট্রেনকে রং করে চালিয়ে দেখাচ্ছে। আমি জিনিসের দাম বাড়াইনি। সবচেয়ে বেশি জিনিসের দাম বাড়িয়েছে কেন্দ্র। ২ কোটি লোকের চাকরি দেবো বলেছে। কজনের দিয়েছে। ইলেকশনের পরেও টাক্স বাড়বে না। দেশকে জেলখানা বানিয়েছে। আবার বলছে ওয়ান নেশান ওয়ান ইলেকশান। শুনে রাখুন, যদি এই দলটা আবারও ক্ষমতায় আসে, ভারতবর্ষে নির্বাচন বলে কিছু থাকবে না। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে কিছু থাকবে না, রাজ্য বলে কিছু থাকবে না। এদের ফেরানোর আগে ১৪ বার ভাবুন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর