এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মুকেশকাণ্ডে মোদি-বিজেপি-কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: বাংলা নতুন বছরের দ্বিতীয় দিনেই জাতীয় নির্বাচন কমিশন(ECI) রাজ্য পুলিশের(West Bengal State Police) এক বড় আধিকারিককে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ করল। এদিন রাজ্য পুলিশের মুর্শিদাবাদ রেঞ্জের DIG তথা IPS আধিকারিক মুকেশ কুমারকে(DIG of Murshidabad Range IPS Mukesh Kumar) অপসারিত করার নির্দেশ দিয়েছে কমিশন। এমনকি তাঁরা এটাও জানিয়েছেন যে, ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কোনও পদেই মুকেশকে নিয়োগ করতে হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, রাজ্য পুলিশের মুর্শিদাবাদ রেঞ্জের DIG’র বিরুদ্ধে বার বার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের ৫ বারের সাংসদ ও এবারের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। সম্ভবত তাঁর সেই অভিযোগের জেরেই পদ গিয়েছে মুকেশের। তবে ঘটনাচক্রে মুকেশের এই অপসারণকে ভাল ভাবে নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি এদিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের বীরপাড়ার ডিমডিমার সভা থেকে মুকেশকাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে কাঠগড়ায় তুলেছেন।

মমতা এদিন মুকেশ কাণ্ডে অভিযোগ করে বলেন যে, ‘বিরোধীদের আওয়াজ কেড়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেউ আওয়াজ করলে জেলে পুরে দেওয়া হয়। যে সব সরকারি আধিকারিকেরা ভাল কাজ করেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়। অথচ সিবিআই, ইডির চোর অফিসারদের কাজে লাগানো হয়। অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এ রকম কোনও প্রধানমন্ত্রী দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জায়গার নাম জানেন না, অথচ প্রচারে এসেছেন বাংলায়। এরা দেশের মানুষের স্বাধীনতা, ধর্ম, অধিকার সব নষ্ট করে দেবে। আপনারা কি চান যে বিজেপি সব কিছু বিক্রি করে দিক? আমি ভিতু নই। লড়ে বিজেপিকে ক্ষমতা থেকে সরাব। রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে। যারা চোর, তারা গিয়ে বিজেপিতে যোগ দেয়। আমাদের মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল বিজেপির কথায়। এখন মালদা-মুর্শিদাবাদে যদি হিংসা হয়ে যায়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আমি জানি কারা হিংসা সামলাতে পারে। কমিশন বিজেপির কথায় রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নিয়েছে। একটাও হিংসার ঘটনা ঘটলে আমরা আপনাদের ধরব।’

এর পাশাপাশি মমতা কমিশনকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি যদি কৃষকদের জন্য ২৬ দিন অনশন করতে পারি, তা হলে আপনাদের অফিসের সামনেও ৫২ দিন ধর্না দিতে পারি। কমিশনের অফিসের বাইরেও ৫২ দিন বসতে পারি। দেখে নেব, কত জেল আর পুলিশ আছে। কত মারবেন দেখে নেব। আমি লড়তে জানি। দেখি কত পুলিশ আছে। একটাও অশান্তি হলে আমরা আপনাদের ধরব, কারণ এখন আইনশৃঙ্খলা আপনারা দেখছেন, আপনারা আমাদের কথা শুনছেন না। দেখব কত জেল আছে, পুলিশ আমায় কত মারবে? আমাকে অনেকবার লাঞ্ছিত করা হয়েছে। আমি যুদ্ধ করতে জানি। আমি কাপুরুষ নই! এই মনে রাখবেন। দেশকে রক্ষা করতে হবে। মানুষকে এবং তাঁদের অধিকার বাঁচাতে হবে। মানুষ এই লড়াইয়ে শামিল না হলে বিজেপি দেশকে বিক্রি করে দেবে। ভবিষ্যতে কোনও ভোট হবে না দেশে। কমিশনের বক্তব্যের ভিত্তিতে ইচ্ছাকৃতভাবে উচ্চ পদস্থ আধিকারিকদের পরিবর্তন করা হয়েছে বিজেপির স্বার্থসিদ্ধির জন্য।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর