এই মুহূর্তে




বাংলায় বন্যার জন্য DVC’র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মোদিকে চিঠি মমতার

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: দেড় দশকের মধ্যে সবচেয়ে ভয়ংকর বন্যা পরিস্থিতির(Flood Situation) মুখোমুখি বাংলা(Bengal)। দুই বর্ধমান, দুই মেদিনীপুর ছাড়াও বীরভূম, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায় চলে গিয়েছে। রাজ্যের প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জলের তলায়। ৫০ লক্ষ মানুষ বন্যা কবলিত। এই অবস্থায় প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেই চিঠিতে ছত্রে ছত্রে DVC’র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। নিজের লেখা চিঠিতে মমতা জানিয়েছেন, ‘বাংলার বিস্তীর্ণ অঞ্চলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা কার্যত Man Made Flood। ২০০৯ সালের পর বাংলায় এত ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। DVC আরেকটু সতর্ক হলে এই পরিস্থিতি এড়ানো যেত। DVC অপরিকল্পিতভাবে একক সিদ্ধান্তে মাইথন এবং পাঞ্চেত থেকে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে। যার ফলে দক্ষিণবঙ্গের একটা বড় অংশই চলে গিয়েছে জলের তলায়। অতীতে এভাবে কোনওদিন DVC জল ছাড়েনি।’

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল বাংলা-ঝাড়খণ্ড সীমানা, আটকে শয়ে শয়ে লরি

DVC’র বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মমতার অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও DVC রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই জল ছাড়ছে। এই অপরিকল্পিত, সমন্বয়হীন জল ছাড়ার ফলে সৃষ্ট বন্যাকে Man Made Flood ছাড়া আর কিছু বলা যায় না। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘DVC যেভাবে এই পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, পুরো বিষয়টিকে উপেক্ষা করছে তাতে আমাদের মতো রাজ্যগুলিকে বহুদিন ধরে ভুগতে হচ্ছে। আমরা বিশ্বাস করি এই বন্যা উপেক্ষা করা যেত। পাঞ্চেত এবং মাইথনে জল ধারণের সর্বোচ্চ সীমা পেরোনোর আগেই প্রচুর জল ছেড়ে দেওয়া হচ্ছে। অবিলম্বে DVC সতর্ক না হলে রাজ্যের পক্ষে DVC-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।’ একই সঙ্গে কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রীর দাবি, বন্যা নিয়ন্ত্রণে নজর দেওয়া হোক। দ্রুত ড্রেজিং করে DVC’র জলাধারগুলিতে জলধারণ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিক কেন্দ্র। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে DVC-র জল ধারণ ক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমে গিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই দ্রুত ড্রেজিং করার জন্য অর্থবরাদ্দ করা হোক। একই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।    

আরও পড়ুন, সুপ্রিম কোর্টে মুখ পুড়ল সিবিআইয়ের, আবেদন প্রত্যাহারের নির্দেশ শীর্ষ আদালতের

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে DVC বা Damodar Valley Corporation’র দিকে আঙুল তুলেছেন মমতা৷ তাঁর অভিযোগ, রাজ্যকে উপেক্ষা করে বিভিন্ন জলাধার থেকে লাগাতার জল ছেড়েছে DVC যার জেরে পুজোর মুখে দক্ষিণবঙ্গে একের পর এক জেলা বানভাসি হয়েছে। DVC-র ছাড়া জলে রাজ্যের বিপুল সংখ্যক মানুষকে চরম বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে। ৫০ লক্ষ মানুষের জনজীবন বিপর্যস্ত। তাঁদের ঘরবাড়ি থেকে শুরু করে চাষের জমি, গবাদিপশু সমস্ত কিছুরই ক্ষতি হয়েছে। রাজ্য সরকার এই অবস্থায় তাঁদের সাধ্যমতো কাজ করার চেষ্টা করছে। ইতিমধ্যেই দুর্গত মানুষদের কাছে রাজ্য সরকারের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণসামগ্রী ও সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাই আগামী দিনে রাজ্য সরকার DVC’র সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন কিনা তা এবার ভাবার সময় এসেছে, সেটা এদিন প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে জানিয়ে দিয়েছেন মমতা। এদিনের চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, অতীতেও একাধিকবার তিনি এই একই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। এমনকি নীতি আয়োগের বৈঠকে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। আর আজ যখন বাংলার লক্ষ লক্ষ মানুষ বানভাসি, তখন মুখ্যমন্ত্রী চাইছেন এই দুই পদক্ষেপে দ্রুত সক্রিয় ভূমিকা গ্রহণ করুন প্রধানমন্ত্রী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দুর্গাপুজোয় মদ বিক্রিতে আবগারি দফতরের আয় বেড়েছে রেকর্ড পরিমাণ

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

শিলিগুড়িতে চিকিৎসক ও ঔষধ না পেয়ে ভাঙচুর সুপার অফিস,আটক ৩

ঝাড়গ্রামের ডুলুং নদী থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাবধান আর মাত্র ২ ঘণ্টা, ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

ধর্ষণের ঘটনায় আদালতে নাবালিকার জবানবন্দি দেওয়াতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পুলিশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর