এই মুহূর্তে




আসলের স্থানে নকল গয়না! ৩২ ভরি সোনা হাতিয়ে ধৃত ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি:  প্রায় ৩২.৫২ ভরি সোনার গয়না প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। আদালতে তোলার আগে পুলিশ জানায় তারা ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজত দাবি করবে।

​পুলিশ সূত্রে খবর, গত ২৯ অক্টোবর নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়ণপুরের বাসিন্দা সোনার ব্যবসায়ী প্রল্লাদ বিশ্বাস নওদা থানার কিশোরীটোলার বাসিন্দা হাবিব শেখের সঙ্গে সোনা ক্রয়-বিক্রয় নিয়ে দেখা করেন। অভিযোগ, এই লেনদেনের সময় অভিযুক্ত হাবিব শেখ হাত সাফাই করে। সে কৌশলে আসল সোনার গয়নাগুলি সরিয়ে নকল গয়না দিয়ে দেয়। ফলের আসল সোনার গয়না হাবিব শেখের কাছেই রয়ে যায়।এদিকে প্রহ্লাদ বিশ্বাসও স্বর্ণ ব্যবসায়ী। তাঁর চোখকেও ফাঁকি দেওয়া মুশকিল। প্রথমে বুঝতে না পারলেও পরে তিনি ধরতে পারেন যে হাবিব শেখ তাকে ঠকিয়েছে।

তিনি দেরী না করে যান নওদা থানায়। সেখানে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার কথা শুনে নড়েচড়ে বসে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশি তৎপরতায় একদিনের মধ্যেই গ্রেফতার হয় অভিযুক্ত হাবিব শেখ ওরফে বান্টি। ধৃতের কাছ থেকে প্রতারণা করা সব সোনার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। ​পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে কোনও বড় চক্র জড়িত থাকতে পারে। বান্টিকে জিজ্ঞাসাবাদ করে আরও বিশদে তাই জানতে চাইছেন পুলিশকর্মীরা। চক্র যদি থেকে থাকেই তার চাঁইকে ধরতে বদ্ধপরিকর নওদা থানার পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ