এই মুহূর্তে




চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

নিজস্ব প্রতিনিধি: রুটি-রুজির সন্ধানে বাংলা থেকে প্রচুর মানুষ ভিন রাজ্যে যাচ্ছেন। কাজের তাগিদে সেখানে পরিযায়ী শ্রমিকের ভূমিকায় কাজ করছেন। কিন্তু ভিন রাজ্যে গিয়ে অত্যাচারিত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা, মৃত্যুও হচ্ছে, সেটাই এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের। হ্যাঁ, সম্প্রতি চেন্নাইয়ে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন বীরভূমের নানুর বিধানসভার বাহিরী গ্রামের পরিযায়ী শ্রমিক অসীম দাস (৩২)। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন বলে খবর। জানা গিয়েছে, ঘটনার দিন কাজ করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অসীম। এরপর তাঁকে দ্রুত চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোনও লাভ হয় নি। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মৃত্যু হয় তাঁর। আর অসীমের মৃত্যুর খবর তাঁর বীরভূমের বাড়িতে পৌঁছতেই স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে অসীমের গোটা গ্রাম জুড়ে।

অসীমের পরিবারের লোকজন জানিয়েছেন, তাঁদের পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে, অসীমের মৃতদেহও বাড়িতে আনার সামর্থ্য তাদের ছিল না। আর তখনই মানবিক তার পরিচয় দেন হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনিই চেন্নাই থেকে বাহিরী গ্রামে অসীমের মৃতদেহ আনার সম্পূর্ণ দায়িত্ব নেন। এবং জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে যখন অসীমের নিথর দেহ গ্রামে পৌঁছয়, যা দেখে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার পরিজন ও স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে শোকের পরিবেশ ছেয়ে যায় গোটা বাহিরী গ্রামে। জীবিকার খোঁজে ভিনরাজ্যে গিয়ে অসীমের অকালে প্রয়াণ হল, যা গ্রামীণ জীবনের কঠোর বাস্তবতার এক মর্মান্তিক প্রতিচ্ছবি। তবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কাজল শেখের একজন সহকারী জানিয়েছেন, ‘কী কারণে অসীম মারা গিয়েছে জানিনা। কিন্তু সম্প্রতি আমাদের বাংলা থেকে যাঁরা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন তাঁরা অনেকেই পাশবিক অত্যাচারের শিকার হয়েছেন, প্রতিবছরই বাংলা থেকে বহু শ্রমিক চেন্নাইয়ে কাজে যান।

কিন্তু আমরা কিছু করতে পারছি না। কারণ সে সকল রাজ্য বিজেপি শাসিত। তাই অসীমের কীভাবে মৃত্যু হয়েছে তা বলতে পারছি না। তবে কাজল শেখের উদ্যোগে অসীমের মৃতদেহ তাদের গ্রামে ফিরিয়ে আনা হয়েছে। নয়তো তার পরিবার ভেবেছিল হয়তো অসীমের দেহ চেন্নাইতেই দাহ করা হবে। চেন্নাইয়ে নিভে গেল বাহিরীর এক প্রদীপ— রেখে গেল কান্নাভেজা চোখ আর বেদনার দীর্ঘ প্রতিধ্বনি।’ তবেও এই প্রথম নয়, এর আগে বীরভূমের লাভপুরের চোহাট্টা মহাদরী ১ নম্বর পঞ্চায়েতের ধনডাঙা গ্রামের বাসিন্দা শেখ নাসিম রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে চেন্নাইয়ে দুর্ঘটনায় মারা যান। অন্যদিকে, ভিনরাজ্যে কাজ করতে যাওয়ার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় বীরভূমের নানুরের বড়াগ্রামের বাসিন্দা দুধকুমার বাগদির।  রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছে ওই পরিযায়ী শ্রমিকের দেহ। চলন্ত ট্রেন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ