এই মুহূর্তে




প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

নিজস্ব প্রতিনিধি: যদি বলা হয় SIR-এর প্রভাব পড়েছে মিড ডে মিলে তাহলে অত্যুক্তি হবে না। তবে প্রভাব সবক্ষেত্রে যে নেতিবাচক তা নয়, বরং বেশ ইতিবাচক। আসলে SIR এর খারাপ প্কারভাবেই বিষয়টিই শুধু সামনে আসছে। চারদিকে এখন শুধু এই নিয়ে আলোচনা। ত্নবে যে কোনও বিষয়ের মতোই বিশেষ নিবিড় সংশোধনীরও ভাল মন্দ দুই দিকই রয়েছে।

এখন SIR আবহ চলছে। বিশেষ নিবিড় সংশোধনীর জন্য ভোটার কার্ডের আপডেট করা ভীষণ জরুরী। যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে গিয়েছেন, তাঁরাও SIR উপলক্ষ্যে রাজ্যে ফিরেছেন। পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফেরা হয়ে উঠেছে উৎসবের মতো। গ্রামে ফিরেই অনেকে স্কুলে যাচ্ছেন। তৈরি হচ্ছে  এক নস্টালজিক পরিবেশ। এমনই এক পরিযায়ী শ্রমিক কিন্তু বাড়ি ফিরে আসার সময়টাকে মনে করাল কিছুটা অন্যভাবে।

SIR এর জন্য আসা এক পরিযায়ী শ্রমিক তার ছেলেবেলার স্কুলে পড়া শতাধিক ছাত্র ছাত্রীদের মিড ডে মিলে ভুরিভোজে সহযোগিতা করল। জানা গিয়েছে হাওড়ার বাগনান উত্তর চক্রের মাসিয়াড়া প্রাইমারি স্কুলের প্রাক্তন ছাত্র কমল বেরা। বাংলায় কাজের অভাব, তাই ভিনরাজ্যে গিয়ে মিষ্টি তৈরি করার কাজ করেন্ন কমল। পেশায় মিষ্টান্ন শিল্পী এবার গ্রামে ফিরেছেন SIR এর জন্য।

গ্রামে ফিরেই একদিন চলে যান নিজের স্কুলে, জানান ছাত্র ছাত্রীদের মিড ডে মিল খাওয়ানোর একদিনের খরচ বহন করতে চান তিনি। কমল বেরার এই প্রস্তাবে খুশি মনে রাজি হন প্রধান শিক্ষক সুবীর সিনহা। খুশিমনে মেনে নেন প্রস্তাব। বুধবার সব আয়োজন হয়। শতাধিক ছাত্র ছাত্রীও এদিন আনন্দ করে খেলো ভাত ,ডাল , সবজির সঙ্গে মাংস,চাটনি,পায়েস ,মিষ্টি ইত্যাদি। দেওয়াল থেকে খসে পড়েছে পলেস্তরা, ভগ্নপ্রায় দেওয়ালের পাশে পোকামাকড়ের ভয়। কিন্তু সেসব ভয় তখন তুচ্ছ। আসলে একসঙ্গে আনন্দ করে খাওয়ার মজাই যে আলাদা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ