27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:13 pm
নিজস্ব প্রতিনিধি: বিজেপি বারবার বলে থাকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করা হোক। জঙ্গি সংগঠন কেএলও’এরও দাবি একই। বিজেপি এবং কেএলও বলে, উত্তরবঙ্গ সবসময় বঞ্চিত হয়। এবার বঙ্গভঙ্গ রুখতে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী (MINISTER) উদয়ন গুহ (UDAYAN GUHA)। বললেন, এবার থেকে উত্তরবঙ্গ বঞ্চিত বা বাংলা ভাগের কথা বললেই সামাজিক বয়কটের মুখে পড়তে হবে।
গত মঙ্গলবার নিউ কোচবিহারে সভামঞ্চ থেকে মন্ত্রী বলেন, উত্তরবঙ্গকে যারা আলাদা রাজ্য হিসেবে চায়, তাদেরকে রাজনৈতিক মোকাবিলা করে সমাজ থেকে আলাদা করতে হবে। তিনি এও বলেন, বঙ্গভঙ্গ রুখতে এই শপথ নেওয়াই দরকার।
মন্ত্রী বলেন, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বারবার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) ছুটে এসেছেন উত্তরবঙ্গে। বলেন, যারা আলাদা রাজ্যের দাবি করছেন তাঁদের বাড়িতে বসে চুপ করে থেকে হিসেব করে দেখা উচিত গত ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কী কী উন্নয়ন হয়েছে। এও বলেন, উত্তরে সবসময় নজর রয়েছে ‘দিদি’র। মন্ত্রী উদয়ন গুহ ও সাংসদ (MP) সুখেন্দু শেখর রায় বলেন, সমস্ত কাজ বিবেচনা করে ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী জিটিএ বোর্ডের ওপর সন্তুষ্ট। উত্তরের উন্নয়নে সবসময় পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। চেয়ারম্যান অনীত থাপাও নিজে বলেছেন, তিনি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন চালিয়ে যেতে চান। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পাহাড় হাসতে থাকুক’। আরও বলেছেন, ‘আমি পাহাড়ের দখল নিতে আসব না। ভালবাসতে আসব’। সেই সঙ্গে তাঁর আবেদন, অশান্তি- উস্কানি রোধ করে অখণ্ড রাজ্যের শান্তি বজায় রাখার। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।