এই মুহূর্তে




প্রবল বেগে এগিয়ে আসছে মান্থা, কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ শক্তি বাড়িয়ে অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ‘মান্থা’ ‘সিভিয়ার সাইক্লোন’-এ পরিণত হয়েছে। প্রবল গতিবেগে উপকূলে আছড়ে পড়ার জন্য এগিয়ে আসছে সে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মান্থা’র বর্তমান অবস্থান কাঁকিনাড়া থেকে ৩১৫ কিলোমিটার, মছলিপত্তনম থেকে ২৪৫ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৩৮৫ কিলোমিটারের থেকেও কম। সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার রাতে উপকূলে আছড়ে পড়ার কথা রয়েছে তার।অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনম উপকূলের মাঝখানে কাঁকিনাড়ায় ল্যান্ডফোন হওয়ার কথা রয়েছে মান্থার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিগত কয়েক দিন ধরেই উত্তাল রয়েছে সমুদ্র। সেই কারণেই মৎস্যজীবীদের এখন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে গিয়েছে তাদের ফিরে আসার কথাও বলা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হবে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবারেও পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার ভারী বৃষ্টি বীরভূম এবং মুর্শিদাবাদে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। বুধবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। শুক্রবারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে  হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ১০০ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩৯ মিলিমিটার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ