এই মুহূর্তে




লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুৎসা করতে গিয়ে বাংলার মহিলাদের অপমান করছে বিজেপি




নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুৎসা করতে গিয়ে বাংলার মহিলাদের অপমানিত করছে বিজেপি। এই অভিযোগে সোমবার দুপুরে মধ্যমগ্রাম চৌমাথায় বারাসত সাংগঠনিক জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের ক্ষমা চাওয়ার দাবিতে সরব হল রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস। দলের মহিলা নেত্রী তথা রাজ্যের মন্ত্রী  শশী পাঁজা(Minister Sahi Panja) এবং বারাসতের সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার (MP Kakali Ghosh Dostidar)বলেন, বাংলার বিজেপি নেতারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ওরা যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে মহিলাদের উদ্দেশে কুরুচিকর ভাষা ব্যবহার করছেন তার ধিক্কার জানাতেই এই সাংবাদিক বৈঠক।

ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত এর প্রতিবাদে বাংলা জুড়ে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তাঁরা।কাকলি ঘোষ দস্তিদার বলেন, “সম্প্রতি ওদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন-স্ত্রীর সঙ্গে রাত্রিবেলা থাকলে নাকি মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে। একজন শিক্ষামন্ত্রী হয়ে একথা বলেন কী করে? আর বিরোধী দলনেতা বলছেন- বাংলার মা, মেয়েদের শাঁখা, সিঁদুর ৫০০ টাকায় বিক্রি হবে না, আমরা জিতলে ৩ হাজার টাকা দেব!”শশী পাঁজা বলেন, “মহিলাদের স্বনির্ভর করতে ২০২১ সালে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্প এখনও চলছে। এতে প্রতি মাসে বাংলার ২ কোটি ২১ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। অথচ বিজেপি সেই মহিলাদের দাম নির্ধারণ করতে চাইছে।

এর চেয়ে লজ্জার আর কী হতে পারে ?” কাকলি-শশী বলেন, বাংলার মেয়েদের প্রতি বিজেপি নেতাদের এই অপমান তৃণমূল মহিলা কংগ্রেস মেনে নেবে না। ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত ওদের ধিক্কার জানিয়ে রাজ্যজুড়ে কর্মসূচি পালন করা হবে।রবিবার সন্দেশখালির একটি সভা থেকে শুভেন্দু এই মন্তব্য করেন বলে উল্লেখ করে কাকলি বলেন, “এই সেই সন্দেশখালি(Sandeshkhali) যেখানে গত বছর লোকসভা ভোটের আগে মহিলাদের অল্প কিছু টাকার বিনিময়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে নারী নির্যাতনের অভিযোগ লেখানো হয়েছিল। পরে স্ট্রিং অপারেশনে বিজেপির সেই মুখোশ খুলে যায়।”ডা: কাকলি ঘোষ দস্তিদার ও ডা: শশী পাঁজা বলেন, “শুভেন্দু-সুকান্তদের মুখের ভাষা থেকেই স্পষ্ট ওরা বাংলার মা, বোনেদের কী চোখে দেখে। আগামী বিধানসভা ভোটে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বালিতে ড্রেন আটকে বিশালাকার নির্মাণ, মুখমন্ত্রীর দফতরে জানাতেই ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন

‘১০০ দিনের কাজের বকেয়া টাকা চাই’, হাইকোর্টের রায়ের পর সুর চড়ালেন মমতা

দক্ষিণবঙ্গের ১০ জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

ভর্তির পোর্টালে আবেদনে কতটা সাড়া? ক্লাস কবে থেকে?

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শিশুপুত্রকে খুনের অভিযোগে গ্রেফতার মা

১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ