-273ºc,
Saturday, 3rd June, 2023 2:22 am
নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : বিগত দু বছর করোনার কারনে বন্ধ ছিল। গত বছর ২০২২ সাল থেকে পুনরায় চালু করা হয় নববারাকপুরে দুর্গাবাড়ি রোডে রবীন্দ্র সায়র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র।বুধবার ২০২৩ সালের মার্চ মাসে শুরু হল নবরুপে রবীন্দ্র সায়র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র।বুধবার সকালে নারকেল ফাটিয়ে এবং বাঁশি বাজিয়ে কচিকাচাদের উৎসাহ প্রদানে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র শুভ সূচনা করেন নববারাকপুর পুরসভার(NewBarrackpore Municipality) পুরপ্রধান প্রবীর সাহা।
উপস্থিত ছিলেন পুর প্রতিনিধি কৃষ্ণা বোস, সুদীপ ঘোষ, শোভা রায়, পূজা গুপ্ত, সমাজসেবী সৌমিক বোস এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ধীরাজ নন্দী সহ প্রশিক্ষকরা। শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান সহ পুর প্রতিনিধিরা।পুরপ্রধান প্রবীর সাহা বলেন, শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে সাঁতার(Swiming) প্রয়োজন আছে। বিগত দু বছর করোনা কালে বন্ধ ছিল। গত বছর ২০২২ চালু হয়। আবার চলতি বছর ২০২৩ সেশনে মার্চ মাস থেকে শুরু হল এই ছোট থেকে বয়স্ক মানুষদের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র।
আট মাস ব্যাপী চলবে এই প্রশিক্ষণ কেন্দ্র।সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী বলেন, ৪-১৪ বছর বয়সি ছেলে মেয়েদের এই প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার শেখানো হবে। সকাল ৬ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত ৩০ মিনিট করে ১৪ টা ব্যাচে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে। নির্দিষ্ট নিয়মাবলি মেনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ সুবন্দোবস্ত রয়েছে। এদিন কচিকাচারা চরম উৎসাহে জলে নেমে সাঁতার কাটতে দেখা যায়।